Entertainment News

‘ভিলেন’ অঙ্কুশের এই চেহারা আগে দেখেছেন?

দীর্ঘ বিরতি নিয়ে বড় পর্দায় কামব্যাক করছেন অঙ্কুশ। নিজেই জানিয়েছিলেন, স্বেচ্ছা বিরতি নিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৮ ১৫:১৯
Share:

ছবির পোস্টারে মিমি এবং অঙ্কুশ। ছবি: অঙ্কুশের টুইটার পেজের সৌজন্যে।

পেটানো চেহারা। মুখে, হাতে লেগে রয়েছে রক্ত। মনে করতে পারেন, এমন চেহারায় অঙ্কুশকে আগে দেখেছেন কিনা? হয়তো দেখেননি। এ অঙ্কুশ আগের থেকে অনেকটাই আলাদা। সৌজন্যে বাবা যাদবের পরিচালনায় আসন্ন ছবি ‘ভিলেন।’ সেখানে এই লুকেই দেখা যাবে নায়ককে। সদ্য মুক্তি পেল এ ছবির পোস্টার।

Advertisement

দীর্ঘ বিরতি নিয়ে বড় পর্দায় কামব্যাক করছেন অঙ্কুশ। নিজেই জানিয়েছিলেন, স্বেচ্ছা বিরতি নিয়েছিলেন। কামব্যাকের জন্য ‘ভিলেন’-এর মতো ছবিই দরকার ছিল। তাঁর কথায়, “এটা আমার ইমেজ চেঞ্জিং ফিল্ম বলতে পারেন। রমকম ছবি বা নেক্সট ডোর বয় ইমেজে শেষ কয়েকটা সিনেমায় আমাকে দেখেছেন দর্শক। কিন্তু এ ধরনের কাজ আমি অনেক দিন করিনি। অনেক শেড রয়েছে। এটা একটা ক্রাইম থ্রিলার। টলিউডের ফাইনেস্ট ক্রাইম থ্রিলার বলতে পারেন।’

রমন জানওয়াল এই ছবির চিত্রনাট্য লিখেছেন। কনসেপ্টও তাঁর। মুম্বইতে আব্বাস মস্তানের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে রমনের। তবে বাংলায় এই প্রথম কাজ করছেন তিনি।

Advertisement

আরও পড়ুন, ‘ও গো লুচি...’ কেন ডাক দিলেন অপরাজিতা?

কোরিওগ্রাফার হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর এখন পরিচালক হিসেবেও টলি পাড়ার নিজস্ব জায়গা তৈরি করে ফেলেছেন বাবা যাদব। তাঁর কথায়, ‘‘এটুকু বলতে পারি, ছবিটা কমন নয়। আলাদা ফ্লেভার পাবেন দর্শক। অনেক টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে। অঙ্কুশ এবং মিমি কাজ করছেন।’’

পোস্টারে অঙ্কুশ নজর কেড়েছেন বটেই। তবে তাঁর পাশে সমান উজ্জ্বল মিমিও। সব কিছু ঠিক থাকলে আসন্ন পুজোতেই মুক্তি পাবে এই ছবি।

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement