Javed Akhtar on Animal

‘অ্যানিম্যাল’ প্রসঙ্গে তোপ দাগলেন জাভেদ আখতার, গীতিকারকে পাল্টা উত্তর নির্মাতাদের

‘অ্যানিম্যাল’ নিয়ে নিজের মনোভাব প্রকাশ করেছেন জাভেদ আখতার। তার পরে গীতিকারের পাল্টা সমালোচনা করেন ছবির নির্মাতারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ ১৮:১৩
Share:

(বাঁ দিকে) জাভেদ আখতার ও সন্দীপ রেড্ডি বঙ্গা। ছবি: সংগৃহীত।

বলিউডের বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার এ বার ‘অ্যানিম্যাল’ ছবিটিকে একহাত নিলেন। সম্প্রতি এই ছবি নিয়ে তাঁর মতামত প্রকাশ করেছেন জাভেদ। আর তার পরেই জাভেদকে পাল্টা উত্তর দিয়েছেন ছবির নির্মাতারা।

Advertisement

সম্প্রতি অওরঙ্গাবাদের অজন্তা ইলোরা চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন জাভেদ। সেখানে নাম না করে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবিটি নিয়ে নিজের মতামত প্রকাশ করেন জাভেদ। তিনি বলেন, ‘‘কী ধরনের চরিত্র তৈরি করলে সমাজ তার প্রশংসা করবে, সেটা বোঝা নতুন চলচ্চিত্র নির্মাতাদের কাছে এখন সব থেকে বড় বিষয়। উদাহরণ হিসেবে কোনও ছবিতে এক পুরুষ চরিত্র এক জন মহিলাকে যদি তার জুতো চাটতে বলে, কিংবা পুরুষটি মহিলাকে চড় মারে, তার পর সেই ছবি যদি সুপারহিট হয়, তা হলে সেটা বিপজ্জনক বিষয়।’’

ছবির নাম না নিলেও জাভেদ যে ‘অ্যানিম্যাল’ ছবির উদ্দেশেই তোপ দেগেছেন, তা এক প্রকার স্পষ্ট। কারণ, ছবিতে রণবীর কপূর অভিনীত চরিত্রটি তৃপ্তি ডিমরিকে তার জুতো চেটে তার প্রতি ভালবাসা প্রমাণ করতে বলে। নির্মাতাদের তুলনায় আজকে দায়িত্ব দর্শকের কাঁধে অনেক বেশি বলে মনে করেন জাভেদ। তাঁর কথায়, ‘‘কী ধরনের ছবি তৈরি হবে, আর কোনটা হবে না, সেই সিদ্ধান্ত দর্শককেই নিতে হবে। কী দেখব আর কী দেখব না, সেই সিদ্ধান্ত আমাদের হাতেই রয়েছে।’’

Advertisement

জাভেদের মতে, সমাজের কাঠামো বদলে যাওয়ার ফলে নীতিবোধ নিয়েই মানুষ প্রশ্নের সম্মুখীন। তাঁর কথায়, ‘‘এক সময় ছবিতে ধনী মানুষকে খারাপ দেখানো হত, গরিবকে ভাল। এখন সকলেই ধনী হতে চায় বলে ধনীকে আর খারাপ দেখানো সম্ভব নয়। তা হলে খারাপ কারা?’’

বর্ষীয়ান গীতিকারের বক্তব্য কিন্তু ছবির নির্মাতাদের কাছেও পৌঁছেছে। তাঁরাও এই প্রসঙ্গে জাভেদকে পাল্টা উত্তর দিয়েছেন। রবিবার ছবির এক্স হ্যান্ডেলে নির্মাতারা লিখেছেন, ‘‘আপনার মতো শক্তিশালী লেখকও প্রেমিকের বিশ্বাসঘাতকতাকে বুঝতে না পারলে তা হলে আপনার সমস্ত শিল্পই ব্যর্থ।’’ এই সঙ্গে তারা লিখেছেন, ‘‘যদি কোনও ছেলে বিশ্বাসঘাতকতা করত এবং মেয়েটি তাকে জুতো চাটতে বলত, তখন আপনারা নারীবাদের দোহাই দিয়ে সেটা উদ্‌যাপন করতেন। ভালবাসাকে লিঙ্গ রাজনীতি-মুক্ত করা হোক। তাদের শুধুই প্রেমিক বলা হোক।’’ নির্মাতাদের সাফাই, ‘‘এক জন প্রেমিক অন্য জনকে ধোঁকা দিয়েছে, মিথ্যা বলেছে। অন্য জন তাকে তার জুতো চাটতে বলেছে। ব্যস্‌।’’ এই পোস্টে জাভেদকে ট্যাগও করেছেন তাঁরা। তবে এটাই প্রথম নয়। এর আগেও ছবিকে কেন্দ্র করে সমালোচকদের নেতিবাচক বন্তব্যের জবাব দিয়েছেন ‘অ্যানিম্যাল’ নির্মাতারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন