Entertainment News

আদর্শ থেকে কখনও সরেননি মৃণালবাবু, বললেন মাধবী

খবরটা পাওয়ার পরই ক্রমাগত বেজে চলেছে মাধবীর ফোন। মৃণালকে নিয়ে তাঁর অজস্র স্মৃতির কথা জানতে চান সকলে। কিন্তু মাধবী স্তব্ধ। পরিচালকের চলে যাওয়া তাঁর কাছে আত্মীয় বিয়োগের সামিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১৫:১৮
Share:

মাধবী মুখোপাধ্যায়, ইনসেটে মৃণাল সেন।

‘কলকাতা ৭১’ হোক বা ‘বাইশে শ্রাবণ’— বাঙালি দর্শকের পছন্দের ছবি। আর সেখানে পরিচালক-অভিনেত্রীর জুটি হিসেবে কাজ করেছেন মৃণাল সেন এবং মাধবী মুখোপাধ্যায়। প্রিয় পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ তাঁর নায়িকা।

Advertisement

খবরটা পাওয়ার পরই ক্রমাগত বেজে চলেছে মাধবীর ফোন। মৃণালকে নিয়ে তাঁর অজস্র স্মৃতির কথা জানতে চান সকলে। কিন্তু মাধবী স্তব্ধ। পরিচালকের চলে যাওয়া তাঁর কাছে আত্মীয় বিয়োগের সামিল।

‘‘আমি শুধু একটা কথাই আজ বলব। মৃণালদা অনেক রকম কাজ করতে পারতেন। হাসির ছবি বা যে ধরনের কাজ করেছেন তার বাইরে অনেক বিষয় নিয়ে কাজ করতে পারতেন। কিন্তু পয়সার জন্য সে সব করেননি। উনি আদর্শ থেকে কখনও সরে আসেননি। এই কারণে উনি আমার কাছে অনেক বড় মনের মানুষ। আমি ওঁকে শ্রদ্ধা করব চিরকাল।’’

Advertisement

আরও পড়ুন, ৬০ বছরের সম্পর্ক ছিল আমাদের, বললেন সৌমিত্র

১৯৫৫-এ ‘রাত ভোর’-এর মাধ্যমে পরিচালনা শুরু করেন মৃণাল। তাঁর পরের ছবি ‘নীল আকাশের নীচে’। ‘বাইশে শ্রাবণ’-এর মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি মেলে। তবে ১৯৬৯-এ মুক্তিপ্রাপ্ত ‘ভুবন সোম’-এর মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতি আসে। পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি। বাংলা চলচ্চিত্র জগতের নক্ষত্র পতনে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement