Advertisement
১১ মে ২০২৪
Entertainment News

৬০ বছরের সম্পর্ক আমাদের, কথা আটকে গেল সৌমিত্রর

মৃণালের চলে যাওয়ার দিনে বাকরুদ্ধ সৌমিত্র। প্রিয়জন হারানোর যন্ত্রণায় বিদ্ধ। সৌমিত্র বললেন, ‘‘৬০ বছরের সম্পর্ক আমাদের। বন্ধুত্ব তো বটেই। পারিবারিক সম্পর্ক। আমি অত্যন্ত মর্মাহত। আজ আর বেশি কিছু বলতে পারছি না।’’

সৌমিত্র চট্টোপাধ্যায়। ইনসেটে মৃণাল সেন।

সৌমিত্র চট্টোপাধ্যায়। ইনসেটে মৃণাল সেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৫
Share: Save:

দীর্ঘ সম্পর্ক ছিল তাঁদের। পরিচালক এবং অভিনেতার সম্পর্ক। তা পেরিয়ে বন্ধুত্বের সম্পর্ক। ব্যক্তিগত সম্পর্ক। পারিবারিক সম্পর্ক। তাঁরা মৃণাল সেন অবং সৌমিত্র চট্টোপাধ্যায়।

মৃণালের চলে যাওয়ার দিনে বাকরুদ্ধ সৌমিত্র। প্রিয়জন হারানোর যন্ত্রণায় বিদ্ধ। সৌমিত্র বললেন, ‘‘৬০ বছরের সম্পর্ক আমাদের। বন্ধুত্ব তো বটেই। পারিবারিক সম্পর্ক। আমি অত্যন্ত মর্মাহত। আজ আর বেশি কিছু বলতে পারছি না।’’

রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পরিচালক। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। মৃণালের প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে একটা যুগের অবসান হল।

আরও পড়ুন, নীল আকাশের নীচে মৃণাল সেন আর নেই (১৯২৩-২০১৮)

১৯৫৫-এ ‘রাত ভোর’-এর মাধ্যমে পরিচালনা শুরু করেন মৃণাল। তাঁর পরের ছবি ‘নীল আকাশের নীচে’। ‘বাইশে শ্রাবণ’-এর মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি মেলে। তবে ১৯৬৯-এ মুক্তিপ্রাপ্ত ‘ভুবন সোম’-এর মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতি আসে। সত্যজিত্ রায়, ঋত্বিক ঘটকের সমসাময়িক ছিলেন মৃণাল। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন হল আজ।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE