Entertainment News

নতুন লুকে মাধবনের সেলফি জাদুতে মাত সোশ্যাল মিডিয়া, দেখে নিন সেই ছবি

অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবিটি পোস্ট হওয়ার পরেই কমেন্টের বন্যা। ছবির সঙ্গেই মাধবন লিখেছেন, ‘‘স্নানের পর ভোরের আলো…সুন্দর লম্বা একটা ঘুমের পর তরতাজা অনুভূতি…অনেক দিনের সফর শেষে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৭ ১১:২০
Share:

মাধবনের এই ছবিটিই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে নেওয়া।

বলি সেলেবদের সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনার শেষ নেই। তবে জনপ্রিয়তার নিরিখে সম্প্রতি মাধবনের একটি সেলফি নজর কেড়েছে। সদ্য স্নান সেরে এসে তরতাজা চেহারার একটি ছবি পোস্ট করেছেন মাধবন। আর তাতেই ঝড় উঠেছে লক্ষ লক্ষ ভক্তদের মনে। সেলফি জাদুতে মাত বলি অভিনেত্রী ও প্রাক্তন মিস ইন্ডিয়া দিয়া মির্জাও। মুগ্ধ দিয়া তো বলেই ফেললেন, ‘‘উফফফ’’।

Advertisement

আরও পড়ুন, ২০০০ কোটি টাকার গণ্ডি পেরল দঙ্গল!

অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবিটি পোস্ট হওয়ার পরেই কমেন্টের বন্যা। ছবির সঙ্গেই মাধবন লিখেছেন, ‘‘স্নানের পর ভোরের আলো…সুন্দর লম্বা একটা ঘুমের পর তরতাজা অনুভূতি…অনেক দিনের সফর শেষে।’’ ছবি দেখে কেউ মজেছেন তাঁর তরতাজা নতুন লুকে, তো কেউ চোখের জাদুতে। লাইকের সংখ্যাও নেহাত কম নয়। এক দিনেই ইনস্টাগ্রামে লাইকের সংখ্যা প্রায় এক লক্ষ। ফেসবুকে ৭৮ হাজার রিয়্যাকশন, ১৬০০-রও বেশি শেয়ার। প্রশংসায় ভরে উঠেছে টুইটারের দেওয়াল। ইনস্টাগ্রামে আপ্লুত এক ভক্ত লিখেই ফেললেন, ‘‘ছোটবেলার প্রেম বুঝি আবার ফিরে এল!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement