Entertainment News

মধুমিতার পাশে টলিউড

বাংলাদেশের একাধিক ওয়েব পোর্টালের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের করলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী। অভিযোগ, দেহব্যবসা করতে গিয়ে গোয়ার হোটেল থেকে তিনি গ্রেফতার হয়েছেন বলে মিথ্যে খবর প্রচার করেছিল এই পোর্টালগুলি।

Advertisement
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৬ ২০:৩৬
Share:

বাংলাদেশের একাধিক ওয়েব পোর্টালের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের করলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী। অভিযোগ, দেহব্যবসা করতে গিয়ে গোয়ার হোটেল থেকে তিনি গ্রেফতার হয়েছেন বলে মিথ্যে খবর প্রচার করেছিল এই পোর্টালগুলি। শুধু তাই নয়, মধুমিতার বেশ কিছু ছবিও বিকৃত করে ওই সব সাইটে তোলা হয়েছিল বলে অভিযোগ। আজ, শুক্রবার, সকাল সাড়ে দশটা নাগাদ লালাবাজারে জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের সঙ্গে দেখা করে অভিযোগ জানান মধুমিতা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী সৌরভও। পুলিশের হাতে তাঁর বিকৃত হওয়া ছবি তুলে দিয়েছেন তাঁরা। তদন্তকারী অফিসারসা তাঁদের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন। চক্রান্তের অভিযোগ তুলে তথ্যপ্রযুক্তি ধারায় মামলাও দায়ের করেছেন অভিনেত্রী। এই ঘটনায় মধুমিতা পাশে পেলেন টলিউ়কে। কে কী বললেন? দেখে নিন একনজরে।

Advertisement

শ্রীলেখা মিত্র

এক সময় আমার ছবিও মর্ফড হয়েছিল। তখন সেটা দেখে আমি শুধু হেসেছিলাম। ইগনোর করেছিলাম। মধুমিতার সঙ্গেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে। যদিও ওকে ব্যক্তিগত ভাবে আমি চিনি না। কিন্তু ও লালাবাজারে গিয়ে একদম ঠিক কাজ করেছে। যারা এ সব করে তারা মানসিক ভাবে বিকৃত। তাই দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। যাতে কেউ আর কখনও এ সব কাজ করার সাহস না পায়। মধুমিতাকে বলব, ও যেন শেষ পর্যন্ত লড়াই করে। মাঝপথে হাল ছেড়ে দিলে কিন্তু কোনও লাভ নেই।

Advertisement

ইন্দ্রাণী হালদার

সুদীপ্তা চক্রবর্তী

এনা সাহা

মধুমিতার সঙ্গে আমি কাজ করেছি। ওঁকে আমি অনেকদিন ধরেই চিনি। ওঁর সঙ্গে যেটা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। মধুমিতা লিগ্যাল স্টেপ নিয়ে একদম সঠিক কাজ করেছে। আমি তো ভাবতেই পারছি না এই রকম কেউ করতে পারে! ওঁর জন্য সব রকম মরাল সাপোর্ট রয়েছে।

আরও পড়ুন, দেহব্যবসায় জড়িয়ে মিথ্যে খবর আর ছবি বিকৃতি, লালবাজারে মধুমিতা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement