madhuri dixit

নোরার থেকে নাচ শিখলেন মাধুরী, ‘এক দো তিন’ গানেও পা মেলালেন দু'জনে

মাধুরীর ‘তেজাব’ ছবির বিখ্যাত ‘এক দো তিন’ গানে একসঙ্গে নাচলেন দুই অভিনেত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২১ ২১:৪৯
Share:

মাধুরী এবং নোরা।

দুই প্রজন্মের দুই শিল্পী। নাচের ক্ষেত্রে দু’জনেরই জুড়ি মেলা ভার। মাধুরী দীক্ষিত এবং নোরা ফাতেহি।

এ বার একসঙ্গে মঞ্চে এলেন তাঁরা। মাধুরীর ‘তেজাব’ ছবির বিখ্যাত ‘এক দো তিন’ গানে একসঙ্গে নাচলেন দুই অভিনেত্রী। নাচের যে অনুষ্ঠানে মাধুরী বিচারকের ভূমিকায় থাকেন, নোরা সেখানেই অতিথি হয়ে আসার পর দেখা গেল দু’জনের এই যুগলবন্দি। নিজেদের নাচের সেই ভিডিয়ো ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন মাধুরী। তাঁর পরনে ছিল গোলাপি রঙের লেহেঙ্গা। নোরা পরেছিলেন ঝলমলে রুপোলি রঙের লম্বা ঝুলের জামা।

হতেই পারেন মাধুরী বেশি অভিজ্ঞ, তবে নোরার থেকেও কিন্তু নাচ শিখেছেন তিনি। নোরার ‘দিলবার’ গানের বিখ্যাত একটি স্টেপ মনোযোগী ছাত্রীর মতো তাঁর থেকে শিখে নিয়েছেন মাধুরী। তার পরে দু’জনে একসঙ্গে সেই গানে নেচেছেন। মাধুরীকে নিজের গানে নাচতে দেখে উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি নোরা। বলিউডের ‘চন্দ্রমুখী’-র নাচে মুগ্ধ নয়, এমন কাউকে খুঁজে পাওয়া দায়! সে কথাই যেন আরও একবার প্রমাণ করলেন মাধুরী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement