madhuri dixit canada tour

কানাডায় মাধুরীর শো দেখতে গিয়ে বিরক্ত দর্শক, টাকা ফেরতের দাবি, কী এমন ঘটল সেখানে?

সম্প্রতি কানাডায় শো করতে গিয়ে মাধুরীর আচরণে বিরক্ত দর্শক টাকা ফেরতের দাবি তুলেছেন। কী এমন অপরাধ তাঁর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১১:১৯
Share:

মাধুরী দীক্ষিতের কানাডার অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। ছবি: সংগৃহীত।

তাঁর হাসি থেকে নাচের ভঙ্গিতে ঘায়েল কত শত দর্শক। তাঁকে কাছ থেকে দেখার জন্য মুখিয়ে থাকেন কত অনুরাগী। কিন্তু এ বার সেই মাধুরী দীক্ষিতকে নিয়ে বিরক্ত দর্শক। সম্প্রতি কানাডায় শো করতে গিয়ে নায়িকার আচরণে বিরক্ত দর্শক টাকা ফেরতের দাবি তুলেছেন।

Advertisement

সম্প্রতি অভিনেত্রীর কানাডায় শোয়ের বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সেখানেই দেখা যাচ্ছে, অভিনেত্রীর অনুরাগীরা ক্ষোভে ফুঁসছে! অভিযোগ, তিন ঘণ্টা দর্শককে বসিয়ে রেখেছেন মাধুরী। বেশ মোটা টাকা দিয়ে টিকিট কেটেও কেন এত ক্ষণ অপেক্ষা করতে হবে? প্রশ্ন তুলেছে ক্ষিপ্ত দর্শক। কাঠগড়ায় মাধুরীর কানাডা কনসার্টের উদ্যোক্তারাও।

গোটা অনুষ্ঠানেই চরম বিশৃঙ্খলার অভিযোগ তোলা হয়েছে। কেউ লিখেছেন, “টাকা নষ্ট, সময় নষ্ট।” কেউ বা বললেন, ‘‘কনসার্টের বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে ২ সেকেন্ড করে এক একটা করে গানে মাধুরী নাচবেন আর মাঝেমধ্যে গল্প করবেন! এটা কী রকম শো?’’ কেউ কেউ আবার আরও বিরক্তি প্রকাশ করে লেখেন, ‘‘অত্যন্ত খারাপ শো। টিকিটের টাকা ফেরানো হোক।’’ এমন নানা কটূক্তি এখন সমাজমাধ্যমে। যদিও এই প্রসঙ্গে মাধুরীর তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

মাসকয়েক আগে কানাডায় শো করতে গিয়ে এমনই এক অভিজ্ঞতা হয় নেহা কক্করের। তাঁকে মঞ্চ থেকে নেমে যেতে বলা হয়। সেই নিয়ে নানা বিতর্ক হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement