মাধুরীর নয়া ঝলক ‘ম্যাডজ’

নিজের পোশাকের-ব্র্যান্ড বাজারে আনলেন মাধুরী দীক্ষিত। নাম ‘ম্যাডজ’। প্রথম প্রডাক্ট হিসেবে তিনি এনেছেম ‘ড্যান্স উইথ মাধুরী’ কালেকশন। মূলত নৃত্যশিল্পী এবং খেলোয়াড়দের কথা মাথায় রেখেই এই কালেকশন আনা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

নিজের পোশাকের-ব্র্যান্ড বাজারে আনলেন মাধুরী দীক্ষিত। নাম ‘ম্যাডজ’। প্রথম প্রডাক্ট হিসেবে তিনি এনেছেম ‘ড্যান্স উইথ মাধুরী’ কালেকশন। মূলত নৃত্যশিল্পী এবং খেলোয়াড়দের কথা মাথায় রেখেই এই কালেকশন আনা হয়েছে। মাধুরী বলেছেন, কটন আর লাইক্রার মিশ্রনে এই পোশাকগুলি তৈরি হয়েছে। স্বামী শ্রীরাম নেনে-র পরিকল্পনা মতোই নিজের পোশাকের-ব্র্যান্ড বাজারে আনলেন মাধুরী ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement