স্টেজে উঠে কেঁদে ফেললেন ম্যাডোনা

অন্য দিন তাঁর কনসার্টে তিল ধারণের জায়গা থাকে না। স্টেজে তিনি এসে দাঁড়াতেই তাঁর তালে তাল মেলান আপামর দর্শক। তিনি পপ সুন্দরী ম্যাডোনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৫ ১২:১১
Share:

অন্য দিন তাঁর কনসার্টে তিল ধারণের জায়গা থাকে না। স্টেজে তিনি এসে দাঁড়াতেই তাঁর তালে তাল মেলান আপামর দর্শক। তিনি পপ সুন্দরী ম্যাডোনা।

Advertisement

কিন্তু এ দিনটা ছিল একটু আলাদা। তিনি মঞ্চে এলেন বটে, তবে চোখে জল নিয়ে।

কেন?

Advertisement

রবিবার সুইডেনের স্টকহলমে কনসার্টে প্যারিসে জঙ্গি হানায় নিহতদের স্মরণ করতে গিয়ে আর নিজেকে ধরে রাখতে পারলেন না ম্যাডোনা। ঝর ঝর করে কেঁদে ফেলতে দেখা যায় তাঁকে। অনুষ্ঠানের শুরুতে তিনি বলেন, “খুবই কঠিন সময়। প্যারিসে যা হয়েছে তা ভোলা সম্ভব নয়। নারকীয় হামলায় কত জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। তা দেখে চুপ থাকাও সম্ভব নয়। কত মানুষ যখন তাঁদের প্রিয়জনদের হারিয়েছে, কী ভাবে আমি নাচব, গাইব। কিন্তু যারা ঠান্ডা মাথায় এই নৃশংস হত্যালীলা চালাল। তারা তো এটাই চায়। চুপ করে দিতে চায় আমাদের। আমরা কিছুতেই তাদেরকে সফল হতে দেব না।”

বেদনাবিদুর কন্ঠে ‘লাইক আ প্রেয়ার’ গাওয়ার আগে পপ তারকা বলেন, ‘হিংসা, দ্বেষ থাকলেও তিনি আশাবাদী যে এই পৃথিবী ভালবাসায় মোড়া। একমাত্র ভালবাসা দিয়েই বিশ্বকে বদলানো সম্ভব।’ নীচে ভিডিওটির এক ঝলক।

ভিডিও সৌজন্যে এপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন