Mahakumbh Monalisa

মহাকুম্ভের মালাবিক্রেতা মোনালিসা এ বার থাকবেন সাত তারা হোটেলে, বিমান চেপে চললেন কোথায়?

বলিউডে ছবির প্রস্তাব পেয়েছেন ইতিমধ্যেই। এ বার জীবনে প্রথম বার বিমান চেপে কোথায় চললেন মহাকুম্ভের ভাইরাল মোনালিসা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৬
Share:

মহাকুম্ভের মোনালিসা বিমানে চেপে যাচ্ছে কোথায়? ছবি: সংগৃহীত।

চলতি বছরের মহাকুম্ভের দৌলতে প্রচারের আলোয় আসেন তিনি। সাধুসন্ত, নাগা সন্ন্যাসী দর্শনের পাশাপাশি নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন ষোড়শী ‘মোনালিসা’। কয়েক শতক পেরিয়েও মোনালিসার আকর্ষণে বিন্দুমাত্র টান ধরেনি— তা সে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ছবিই হোক কিংবা কুম্ভমেলার মালাবিক্রেতা। মহাকুম্ভের এই মালাপসারিণীকে নিয়ে উত্তাল আসমুদ্রহিমাচল। পেটের টানে মালা বিক্রি করতে এসে তাঁর সৌন্দর্য ‘হরণ’ হওয়ায় শেষমেশ কুম্ভমেলা ছাড়তে হয় মোনালিসাকে। কিন্তু এই মহাকুম্ভ যেন জীবন বদলে দিল তাঁর। বলিউডে ছবির প্রস্তাব পেয়েছেন ইতিমধ্যেই। এ বার জীবনে প্রথম বার বিমান চেপে কোথায় চললেন মোনালিসা?

Advertisement

বিভিন্ন মেলা ঘুরে ঘুরে মোনালিসারা মালা বিক্রি করে সংসার চালান। মোনালিসারা চার ভাইবোন। বেশি দূর পড়াশোনা করতে পারেননি। এ বার তাঁর পড়াশোনার দায়িত্ব নিয়ে তাঁকে অভিনেত্রী তৈরি করার চেষ্টা শুরু করলেন পরিচালক সনোজ মিশ্র। পলিথিনে ঢাকা ছাউনিতে থাকতেন মোনালিসা। এ বার প্রথম বার বিমানে বসলেন। রাতের খাবার খাবেন সাত তারা হোটলে। সমাজমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে মোনালিসা পরিচালক সনোজ মিশ্রের সঙ্গে বিমানে বসে রয়েছেন। শোনা যাচ্ছে ইনদওর থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন তিনি। জানা গিয়েছে, একটি গয়না বিপণি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে প্রচারদূত হয়ে যাচ্ছেন মোনালিসা। মহাকুম্ভে ভাইরাল হওয়ার পর, সনোজ মিশ্রsর পরবর্তী ছবি ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মোনালিসা। শীঘ্রই শুরু হবে শুটিং। তার আগে, ছবির পরিচালক মোনালিসাকে হাতেকলমে অভিনয়ের শিক্ষা দিতে চাইছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement