সুশান্ত কাণ্ডে নতুন মোড়? থানায় তলব মহেশ ভট্টকে

খুলবে রহস্যের জট? বেরবে সমাধান? সুশান্ত কান্ডে অবশেষে পরিচালক মহেশ ভট্টকে ডেকে পাঠাচ্ছে বান্দ্রা পুলিশ। মহারাষ্ট্রের গৃহমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছেন এমনটাই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০২০ ১৮:০৩
Share:

সুশান্ত এবং মহেশ।

খুলবে রহস্যের জট? বেরবে সমাধান? সুশান্ত কান্ডে অবশেষে পরিচালক মহেশ ভট্টকে ডেকে পাঠাচ্ছে বান্দ্রা পুলিশ। মহারাষ্ট্রের গৃহমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছেন এমনটাই।

Advertisement

গত ১৪ জুন সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনার পর থেকেই যাঁর নাম বারে বারে উঠে এসেছে তিনি পরিচালক মহেশ ভট্ট। রিয়া চক্রবর্তীকে সুশান্তের সঙ্গে সম্পর্ক না রাখার পরামর্শ দেওয়া থেকে শুরু করে ইচ্ছাকৃত ভাবে সুশান্তকে বলিপাড়ায় একঘরে করে দেওয়ার মতো অভিযোগ উঠেছে তাঁর উপর। সুশান্তের প্রেমিকা রিয়া এবং মহেশের সম্পর্ক নিয়েও হয়েছে জলঘোলা। সুশান্ত ফ্যানেরাও মহেশের উপর বেজায় চটে রয়েছেন। মহেশের উপর নেটাগরিকদের রাগের শিকার হতে হয়েছে মেয়ে আলিয়াকেও। ট্রোল হয়েছেন তিনিও।

এ রকম অবস্থাতেই রবিবার অনিল দেশমুখ সংবাদ সংস্থা এএনআই কে জানান, দু’এক দিনের মধ্যেই তলব করা হবে মহেশ ভট্টকে। তিনি আরও জানান, সুশান্ত কান্ডে ইতিমধ্যেই ডাকা হয়েছে কর্ণ জোহরের ম্যানেজারকে। প্রয়োজনে ডাকা হতে পারে কর্ণকেও।

Advertisement

অনিলের কথাতেই জানা গিয়েছে দিন কয়েক আগেই মুম্বই পুলিশ ডেকে পাঠিয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাউতকেও। সুশান্ত মারা যাওয়ার পর কঙ্গনাই সর্বপ্রথম বলিউডের স্বজনপোষণ নিয়ে সরব হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয় সুশান্তের মৃত্যুর পেছনে পরোক্ষে দায়ি করেছিলেন মহেশ ভট্ট, আদিত্য চোপড়া এবং কর্ণ জোহরের মতো বলিউডের নামিদামী নামেদের। যদিও কঙ্গনা জানিয়েছেন, আপাতত তিনি পরিবারের সঙ্গে হিমাচল প্রদেশে থাকার কারণে এই মুহূর্তে তাঁর পক্ষে মুম্বই আসা সম্ভব নয়।

আরও পড়ুন- হিংসে করে ওরা কঙ্গনাকে! মেয়ে সোনাক্ষীর উল্টো সুর শত্রুঘ্নর গলায়

সুশান্ত মৃত্যুতে এ পর্যন্ত মোট ৩৯ জনের বয়ান নিয়েছে মুম্বই পুলিশ। এঁদের মধ্যে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী ছাড়াও রয়েছেন পরিচালক আদিত্য চোপড়া, সঞ্জয় লীলা ভন্সালি, চিত্র সমালোচক রাজীব মসন্দের মতো বলিউডের নামজাদা ব্যক্তিত্বরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন