Advertisement
২০ এপ্রিল ২০২৪

হিংসে করে ওরা কঙ্গনাকে! মেয়ে সোনাক্ষীর উল্টো সুর শত্রুঘ্নর গলায়

বাবা-মেয়ের এই বিপরীত অবস্থানে অবাক নেটাগরিকরা। তাঁদের প্রশ্ন, কঙ্গনার প্রতি দু’জনের দু’রকমের মনোভাব কি প্রভাব ফেলতে পারে সিনহা পরিবারের অন্দরেও? কঙ্গনার প্রতি শত্রুঘ্নর প্রকাশ্য সমর্থন কি চাপ হয়ে দাঁড়াবে সোনাক্ষীর কেরিয়ারেও? প্রশ্ন নেটাগরিকদের একাংশের।

বাঁ দিক থেকে: শত্রুঘ্ন, কঙ্গনা এবং সোনাক্ষী।

বাঁ দিক থেকে: শত্রুঘ্ন, কঙ্গনা এবং সোনাক্ষী।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০২০ ১৬:১৯
Share: Save:

স্বজনপোষণ বিতর্কে কঙ্গনাকে দুষেছেন মেয়ে সোনাক্ষী সিনহা। সওয়াল করেছেন স্টারকিডদের হয়ে। অথচ বাবা শত্রুঘ্নর সমর্থন ঝুঁকে বলিউডের ‘কুইন’-এর দিকেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক তিনি। রাখঢাক না করেই তাঁর বক্তব্য, “কঙ্গনার সাফল্যে সবাই ঈর্ষান্বিত।”

সুশান্তের মৃত্যুর পর থেকেই বলিউডে স্বজনপোষণ তরজা অব্যাহত। ‘আউটসাইডার’রা একে একে সরব বলিউডের ‘দলবাজি’-র বিরুদ্ধে। এই অবস্থাতেই কঙ্গনা বোমায় কার্যত বিদ্ধ আলিয়া, সোনম, সোনাক্ষীর মতো স্টারকিডরা। শুধু স্টারকিডরাই নন কঙ্গনার রোষ থেকে ছাড় পাননি তাপসী-স্বরার মতো ‘আউটসাইডার’-রাও। কঙ্গনার বক্তব্য, ওঁরা তাঁবেদারি করেন, স্তাবকতা করেন কর্ণ ঘনিষ্ঠদের। কঙ্গনার একের পর এক আক্রমণে যখন তাপসী- সোনাক্ষীরা একজোট হয়ে তাঁকে দুষেছেন ঠিক সেই সময়েই মেয়ের বিপরীতে গিয়ে শ্ত্রুঘ্নর বক্তব্য, “লোকে কঙ্গনা সম্পর্কে খারাপ কথা বলেন যা খুবই লজ্জার ব্যাপার। ও কি আপনাদের থেকে কোনও সাহায্য চেয়েছে? পয়সা চেয়েছে? তা হলে? যাঁরা ওর বিরুদ্ধে ক্রমাগত কথা বলে যান, তাঁরা আসলে ওর সাফল্যকে হিংসে করেন।”

এখানেই থামেননি শত্রুঘ্ন। তাঁর কথায়, “আমাদের সাহায্য ছাড়া, কোনও গ্রুপের অংশ না হয়ে, আমাদের কারও থেকে সাহায্য না পেয়েও ও জীবনে যা যা পেয়েছে তা সত্যিই অসাধারণ। একা একাই অনেক দূর গিয়েছে কঙ্গনা। কাউকে প্রয়োজন হয়নি ওর। ওর এই সাহসিকতাকেই সবাই ভয় পান। হিংসে করেন।” শুধু তাই নয়, কর্ণের জনপ্রিয় টক শো ‘কফি উইথ কর্ণ’-এর উপরেও ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা। এই সমস্ত পরিকল্পিত চ্যাট-শো’র জন্যই যে বলিউডে এত বিতর্ক সে কথা খুল্লামখুল্লা স্বীকার করে নিতেও একেবারেই আপত্তি নেই তাঁর। যদিও সরাসরি কর্ণের নাম উচ্চারণ করেননি শত্রুঘ্ন। তাঁর জবানিতে ‘কফি উইথ কর্ণ’ বদলে হয়ে গিয়েছে ‘কফি উইথ অর্জুন’। অভিনেতার কথায়, “আমাদের সময় এই সব কফি উইথ অর্জুন ছিল না। যত সব বিতর্ক, সমালোচনা সবই এই সব প্ল্যানড শো-র জন্য।’’

আরও পড়ুন- আমার বউ অন্য কারও সঙ্গে প্রেম করছে: যশ

এদিকে বাবা-মেয়ের এই বিপরীত অবস্থানে অবাক নেটাগরিকরা। তাঁদের প্রশ্ন, কঙ্গনার প্রতি দু’জনের দু’রকমের মনোভাব কি প্রভাব ফেলতে পারে সিনহা পরিবারের অন্দরেও? কঙ্গনার প্রতি শত্রুঘ্নর প্রকাশ্য সমর্থন কি চাপ হয়ে দাঁড়াবে সোনাক্ষীর কেরিয়ারেও? প্রশ্ন নেটাগরিকদের একাংশের।

It's time to stop the pandemic that’s plaguing our online world- Cyber Bullying and harassment. Full Stop To Cyber Bullying is a campaign by Mission Josh, where I have teamed up with Special IGP Mr Pratap Dighavkar with an aim to create awareness and educate people about online harassment, trolls, impact on mental health of victims who have faced trolling. Ab bas, NO more online harassment! @missionjoshofficial @cyberbaap @riteshb12 @vinavb @mansidhanak @studiounees #FullStopToCyberBullying

A post shared by Sonakshi Sinha (@aslisona) on

যদিও সোনাক্ষী বাবার মন্তব্যে আপাতত নীরব। তাঁকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে এড়িয়ে গিয়ে সোনাক্ষীর বক্তব্য, টুইটার ছেড়ে তিনি ভাল আছেন, খুশি আছেন। তাঁর কথায়: “সোশ্যাল মিডিয়া দিন দিন বিষাক্ত হয়ে যাচ্ছিল।’’ তবে ইনস্টাগ্রামে তিনি এখনও তিনি বেশ সক্রিয়। সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সম্প্রতি এক ক্যাম্পেনেও যোগ দিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE