Alia Bhatt

আলিয়ার সাফল্যের পিছনে ঠাকুমা শিরিনের হাত, দাবি মহেশ ভট্টের! নাতনি রাহাকে নিয়েও করলেন ভবিষ্যদ্বাণী

মহেশ বার বার জানিয়েছেন, তিনি দুই ধর্মের সেরা দিকগুলি নিজের মধ্যে আত্মস্থ করেছেন। যদিও ভট্ট পরিবারে সাফল্যের জন্য মহেশ তার মায়ের জিনকে এগিয়ে রেখেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৪
Share:

পারিবারিক সাফল্য নিয়ে কী মত মহেশের ছবি: সংগৃহীত।

ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলতেই ভালবাসেন পরিচালক মহেশ ভট্ট। নিজের বাবা-মায়ের ভিন্‌ধর্মে বিয়ে নিয়েও এক পুরনো সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন মহেশ। তাঁর বাবা নানাভাই ভট্ট ছিলেন এক জন গুজরাতি ব্রাহ্মণ। অন্য দিকে মা শিরিন মহম্মদ আলি ছিলেন ইসলাম ধর্মাবলম্বী। মহেশের তিন মেয়ে। পুজা, আলিয়া ও শাহিন ভট্ট। পুজো নব্বইয়ের দশকের সফল অভিনেত্রী। আলিয়া এই মুহূর্তে বলিউডের পয়লা নম্বর অভিনেত্রী, যিনি মাত্র ৩০ বছরের মধ্যে বহু পুরস্কারে সম্মানিত। আর এক কন্যা শিরিন লেখিকা। তিনজন তিন ক্ষেত্রে সফল। এ বার নতুন প্রজন্ম এসেছে পরিবারে। সে হল আলিয়া ও রণবীরের মেয়ে রাহা। নাতনিকে নিয়ে কোন ভবিষ্যদ্বাণী করলেন দাদু মহেশ!

Advertisement

মহেশ বার বার জানিয়েছেন, তিনি দুই ধর্মের সেরা দিকগুলি নিজের মধ্যে আত্মস্থ করেছেন। যদিও ভট্ট পরিবারের সাফল্যের পিছনে মহেশ তাঁর মায়ের জিনকে এগিয়ে রেখেছেন। তিনি বলেন, ‘‘আমি গর্বিত, আমাদের পরিবারে মুসলিম জিনের আধিক্য বেশি। এটাই আমার দেশের বৈশিষ্ট্য, যেখানে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ কী সুন্দর একসঙ্গে বাস করে।’’

পরিচালক তাঁর ছোটমেয়ে আলিয়ার সাফল্য নিয়ে গর্বিত। আলিয়া প্রসঙ্গে জানান, তিনি এমন একটা মেয়ে যিনি নিজের শর্তে বাঁচেন। যদিও মহেশের দাবি, নাতনি রাহা মেয়ে আলিয়া ও জামাই রণবীরকে ছাপিয়ে যাবে। মহেশের কথায়, ‘‘প্রতিটা প্রজন্ম নতুন একটা উদ্যম এবং তারা আরও কয়েক ধাপ এগিয়ে যায়। রাহার মধ্যে যে জীবনশক্তি রয়েছে সেটা সচারচর দেখা যায় না। ও নিজের বাবা-মাকে ছাপিয়ে যাবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement