Nysa Devgn Yug Devgn

ষষ্ঠীর সকালে মুখোপাধ্যায়দের পুজোয় কাজলের ছেলে যুগ ও মেয়ে নিসা কী করলেন?

পরনে লাল ও সোনালি পাড়ের লিনেন শাড়ি। বোধনের পুজো হচ্ছে। ছেলেমেয়েকে নিয়ে হাজির অভিনেত্রী। যদিও এদিন কাজল নয়, বেশি নজর কাড়লেন যুগ ও নিসা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৭
Share:

ষষ্ঠীর দিন সকালে ছেলে-মেয়েকে সঙ্গে মুখোপাধ্যায়দের পুজোয় কাজল। ছবি: সংগৃহীত।

এ বছরটা মুখোপাধ্যায় পরিবারের কালাশৌচ। দুই কাকাকে হারিয়েছেন কাজল, রানি, তানিশা মুখোপাধ্যায়। একজন অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়। অন্যজন দেবের বড়ভাই রণো মুখোপাধ্যায়। তবে এর জন্য পুজো বন্ধ হবে না। শনিবার ছিল মুখোপাধ্যায়দের পুজোর উদ্বোধন। এ দিন আবেগে ভাসেন বোনেরা। গলা জড়িয়ে অশ্রুসিক্ত চোখে একে অপরকে সান্ত্বনা দেন তাঁরা। যদিও ষষ্ঠীর সকালে পুরনো ফর্মে দেখা গেল কাজলকে। পরনে লাল ও সোনালি পাড়ের লিনেন শাড়ি। বোধনের অনুষ্ঠানে ছেলেমেয়েকে নিয়ে হাজির অভিনেত্রী। যদিও এ দিন কাজল নয়, নজর কাড়লেন তাঁর ছেলেমেয়ে যুগ ও নিসা।

Advertisement

এমনিতেই বিতর্কিত নিশিযাপন থেকে স্বল্প পোশাক পরিধানের জেরে বার বার সমালোচিত হয়েছেন কাজল-কন্যা নিসা দেবগন। তবে এ দিন একেবারে সাবেকি সাজে নিসা। পরনে চুড়িদার। খোলা চুলে ঔজ্জ্বল্য যেন ঠিকরে পড়ছে তাঁর। ছেলে যুগ দেবগনের পরনে ছিল পাঞ্জাবি।

মা কাজল পুজোর জোগাড়ে ব্যস্ত। দুই ছেলেমেয়ে বসে খোশগল্পে মাতোয়ারা। ভাইবোন দেখা গেল একে অপরের ঘাড়ে মাথা দিয়ে খানিক জিরিয়ে নিতে। আবার মাকে কাছে দেখে আদরে ভরিয়ে দিচ্ছে যুগ। কখনও আবার মায়ের হাতে চুমু দিচ্ছেন নিসা। এই ভিডিয়ো রীতিমতো ভাইরাল।

Advertisement

যদিও অনেকের মতে, অজয়কে ছাড়া পারিবারিক এই ছবিটা অসম্পূর্ণ। কেউ লিখেছেন, ‘‘কাজল সঠিক ভাবে ছেলেমেয়েকে মানুষ করতে পেরেছেন।’’ কেউ আবার নিসার এমন বদল দেখে প্রশংসায় পঞ্চমুখ।

[2:10 pm, 28/9/2025] Sampita Das:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement