Mahesh Bhatt

‘আমি বাচ্চাদের বিরুদ্ধে কথা বলি না’, কেন এ কথা বললেন মহেশ?

এই অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে মহেশ জানালেন, বাচ্চাদের বিরুদ্ধে কথা বলেন না তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মে ২০১৯ ২০:১০
Share:

কঙ্গনা রানাউত ও মহেশ ভট্ট। ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।

কঙ্গনা রানাউতের বোন রঙ্গোলি চান্দেল সম্প্রতি চিত্র পরিচালক মহেশ ভট্টের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। অভিযোগ কঙ্গনাকে চপ্পল ছুড়ে মারার। ‘ও লমহে’ ছবির স্ক্রিনিংয়ের সময় অন্য একটি ছবিতে সই করতে রাজি ছিলেন না কঙ্গনা। সেই সময় মহেশ না কি কঙ্গনাকে চপ্পল ছুড়েছিলেন। এই অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে মহেশ জানালেন, বাচ্চাদের বিরুদ্ধে কথা বলেন না তিনি।

Advertisement

এক সংবাদ সংস্থার প্রশ্নের জবাবে চিত্র পরিচালক মহেশ ভট্ট বলেছেন, ‘‘আমাদের নীতিবোধ শেখায়, বাচ্চাদের বিরুদ্ধে খারাপ কথা না বলা।’’ এরপরই কঙ্গনাকে ‘বাচ্চি’ বলে সম্বোধন করে তিনি বলেছেন, ‘‘ও একটা বাচ্চার মতো। আমাদের সঙ্গে নিজের জীবন শুরু করেছিল। তাঁর আত্মীয় আমাকে নিয়ে খারাপ কথা বললেও আমি বলব না।’’

এরপরই তিনি জানিয়েছেন, তাঁর সম্পর্কে খারাপ কথা বলে কারও উদ্দেশ্যসাধন হলে তাঁর কোনও ক্ষতি নেই। কিন্তু তাই বলে নিজের ঐতিহ্যবোধকে বিসর্জন দিয়ে জুনিয়রদের সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজি নন তিনি।

Advertisement

মহেশের মুখে ‘বাচ্চি’ অভিধা পাওয়ার পর কঙ্গনা কী বলেন সেটাই দেখার।

আরও পড়ুন: নিজেই নিজের চুল কেটে ফেললেন কিয়ারা আডবাণী! ভাইরাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement