hardik pandya mahieka sharma

নাতাশা অতীত, প্রেমিকার সঙ্গে বাগ্‌দান সেরেছেন হার্দিক? সত্যিটা প্রকাশ্যে আনলেন মাহিকা

মাহিকার সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন হার্দিক। একসঙ্গে মলদ্বীপ ঘুরতে গিয়ে সম্পর্কের খবর প্রকাশ্যে আনেন। এ বার তাঁদের বাগ্‌দান নিয়ে জল্পনা। তাতেই প্রতিক্রিয়া জানালেন প্রেমিকা মাহিকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৪:১১
Share:

(বাঁ দিকে) নাতাশা স্তানকোভিচ, (ডান দিকে) হার্দিক পাণ্ড্য ও মাহিকা শর্মা। ছবি: সংগৃহীত।

প্রথম স্ত্রী নাতাশার স্তানকোভিচের সঙ্গে দু’বার বিয়ে। প্রথম বার বাড়ির ভিতরে ছোট করে বিয়ে হয়। দ্বিতীয় বার রাজস্থানের উদয়পুরে সন্তান জন্মের পরে ঘটা করে বিয়ে করেন ক্রিকেটতারকা। সেই বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদ হয় তাঁদের। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ব্রিটিশ গায়িকা জেসমিন ওয়ালিয়ার নাম জড়িয়েছিল হার্দিকের সঙ্গে। যদিও মাহিকার সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন হার্দিক। একসঙ্গে মলদ্বীপ ঘুরতে গিয়ে সম্পর্কের খবর প্রকাশ্যে আনেন। এ বার তাঁদের বাগ্‌দান নিয়ে জল্পনা। তাতেই প্রতিক্রিয়া জানালেন প্রেমিকা মাহিকা।

Advertisement

জল্পনার সূত্রপাত মাহিকার অনামিকায় মস্ত হিরের আংটিতে। একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, বর্তমান প্রেমিকাকে সঙ্গে নিয়ে পুজো, হোম-যজ্ঞ করছেন হার্দিক। একেবারে সাবেকি সাজ দু’জনের পরনে। মাহিকার পরনে সালোয়ার কামিজ, মাথায় ওড়না চাপা। হার্দিক পাজামা-পাঞ্জাবিতে। দু’জনের এমন ঘরোয়া রূপ দেখে অনুরাগীরা দুয়ে দুয়ে চার করছেন। তার পর থেকেই নেটপাড়ার একাংশের ধারণা, হার্দিক ফের হয়তো জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

তাঁদের নিয়ে এ-হেন জল্পনা দেখে মাহিকা সমাজমাধ্যমে পোস্ট দিয়ে লেখেন, ‘‘সমাজমাধ্যম দেখে ভাবছি, আমার বাগ্‌দান হয়ে গিয়েছে। এ দিকে আমি শুধু সুন্দর গয়না পরতে ভালবাসি।’’ আসলে মাহিকা একেবারে স্পষ্ট করে দেন, তিনি ও হার্দিক মোটেই বাগ্‌দান সারেননি। যদিও একে অপরের সঙ্গ উপভোগ করছেন। হার্দিকের সঙ্গে একান্ত ব্যক্তিগত মুহূর্তের বেশ কিছু ঝলকও তিনি মাঝেমধ্যে ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement