Malaika Arora

আরবাজ়ের কোলে সদ্যোজাত! ছেলে আরহানের সঙ্গে সৎ মা সুরার সখ্য দেখে কী বললেন মলাইকা?

আরবাজ়ের সন্তান হওয়ার খুশিতে একগুচ্ছ ছবি পোস্ট করলেন আরহান। দেখামাত্রই নিজেকে সামলে রাখতে পারলেন না মলাইকা। কী প্রতিক্রিয়া দিলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১১:৪৪
Share:

কী বললেন মলাইকা অরোরা? ছবি: সংগৃহীত।

লক্ষ্মীপুজোর দিন কন্যাসন্তানের বাবা হয়েছেন আরবাজ় খান। দ্বিতীয় স্ত্রী সুরা খানের সঙ্গে বিয়ের বছরখানেকের মধ্যে আবার বাবা হলেন আরবাজ়। সৎ মাকে দু’বেলা হাসপাতালে দেখতে গিয়েছিলেন আরবাজ় ও মলাইকা অরোরার ছেলে আরহান খান। দাদা হওয়ার খুশিতে একগুচ্ছ ছবি পোস্ট করলেন আরহান। দেখামাত্রই নিজেকে সামলাতে পারলেন না মলাইকা। মিলল প্রতিক্রিয়া।

Advertisement

আরবাজ় মুম্বইয়ে থাকলেও খান পরিবারের বাকিরা এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন সলমন খানের পনবেলের খামারবাড়িতে। সেখানেই ছোট ছোট ভাইবোনদের নিয়ে নিখাদ আনন্দ করছেন আরহান। কখনও মোটরগাড়ি চালাচ্ছেন, কখনও বোনকে (অর্পিতা খানের মেয়ে) কাঁধে চাপিয়ে ঘুরছেন, কখনও টেবিল টেনিস, কখনও আবার লুকোচুরি খেলছেন। এমন নানা স্বাদের ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতাপুত্র। তবে শেষ ছবিটি নজর কাড়ে মলাইকার। যেখানে একজন পুরুষের বুকে বাঁধা সদ্যোজাত শিশুর মতো দেখতে পুতুল। যদিও ছবিটি হলিউডের ‘হ্যাংওভার’-এর একটি দৃশ্য। অনেকেরই ধারণা এটি প্রতীকী ছবি। এই দেখে মলাইকা মন্তব্যবাক্সে শেষ ছবির কথা উল্লেখ করে ভালবাসা জানান। মাত্র এক দিন আগেই ভালবাসায় দরাদরির প্রসঙ্গ তোলেন মলাইকা। অনেকেই মনে করেন, প্রাক্তন স্বামীর ফের বাবা হওয়ার খবর পেয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement