Malaika Arora

Malaika Arora: যেন কোনও ছবির দৃশ্য, গাড়ি দুর্ঘটনা নিয়ে কলম ধরলেন মালাইকা অরোরা

তাঁর লেখা থেকে জানা যায়, তিনটি গাড়ির সংঘর্ষ হওয়ার সঙ্গে সঙ্গে ‘দেবদূত’-এর মতো কয়েক জন মানুষ তাঁকে আগলে ধরেন। তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছে দেন ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা। নিজের কর্মচারী থেকে শুরু করে পরিবার, হাসপাতালের স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ১৪:৩৮
Share:

মালাইকা অরোরা

গত সপ্তাহে ফ্যাশন ইভেন্ট থেকে ফেরার সময়ে দুর্ঘটনার মুখোমুখি হন মালাইকা অরোরা। মুম্বই-পুণে হাইওয়ের ৩৮ কিমি পয়েন্টে খোপোলির কাছে তাঁর গাড়ির সঙ্গে আরও দু’টি গাড়ির সংঘর্ষ হয়। চোখের তলায় আঘাত পেয়েছিলেন তিনি। এক দিন হাসপাতালে রেখে তাঁর চিকিৎসা চলে। তার পরে বাড়ি ফিরে আসেন অর্জুন কপূরের প্রেমিকা। শনিবার তিনি সেই ভয়াবহ ঘটনার কথা লেখেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। কৃতজ্ঞতা জানান সেই সব মানুষকে যাঁরা তাঁকে সুস্থ হতে সাহায্য করেছেন।

দুর্ঘটনাকে তিনি কোনও ‘ছবির দৃশ্যের’ সঙ্গে তুলনা করে লেখেন, ‘গত কয়েক দিনে আমার সঙ্গে যা যা ঘটেছে, তা অবিশ্বাস্য। দূরের চোখ দিয়ে দেখলে মনে হচ্ছে, যেন কোনও ছবির দৃশ্য।’ তার পরেই তিনি দুর্ঘটনা পরবর্তী ঘটনাগুলি বর্ণনা করেন।

তাঁর লেখা থেকে জানা যায়, তিনটি গাড়ির সংঘর্ষ হওয়ার সঙ্গে সঙ্গে ‘দেবদূত’-এর মতো কয়েক জন মানুষ তাঁকে আগলে ধরেন। তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছে দেন ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা। নিজের কর্মচারী থেকে শুরু করে পরিবার, হাসপাতালের স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

Advertisement

মালাইকা লেখেন, ‘এই সমস্ত ঘটনার পরেই মনে হয়, অন্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত সব সময়ে। পরিচিত হোন বা অপরিচিত। যে সব মানুষ তোমার প্রয়োজনে তোমার পাশে দাঁড়ান।’ নায়িকা প্রত্যেককে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি তাঁর অনুরাগীদের আশ্বস্ত করেন, ‘তোমরা টের পাওয়ার আগেই সুস্থ হয়ে যাব আমি। সেই পথেই হাঁটছি এখন।’

সূত্রের খবর, মালাইকা খুবই আতঙ্কে ছিলেন এই ঘটনার পরে। যদিও খুব গুরুতর আঘাত লাগেনি তাঁর। চোখের কাছে আঘাত লেগেছিল। কয়েকটি সেলাই পড়েছে। মাথার কাছে বালিশ থাকায় সেখানে চোট পাননি তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন