বিয়ে করছেন মল্লিকা?

মল্লিকা শেরাওয়াত এখন কোথায়? নিশ্চয়ই মাথার মধ্যে মাঝে মাঝে এই প্রশ্নটা আজকাল ইতিউতি উঁকি মেরে যায়? জেনে রাখুন মল্লিকা সুন্দরী এখন প্রেমে হাবুডুবু খাচ্ছেন। কানাঘুষোটা শোনা যাচ্ছিল ক’দিন ধরেই। এ বার তাতেই শিলমোহর দিলেন স্বয়ং মল্লিকাই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ১১:৩২
Share:

মল্লিকা শেরাওয়াত এখন কোথায়? নিশ্চয়ই মাথার মধ্যে মাঝে মাঝে এই প্রশ্নটা আজকাল ইতিউতি উঁকি মেরে যায়? জেনে রাখুন মল্লিকা সুন্দরী এখন প্রেমে হাবুডুবু খাচ্ছেন। কানাঘুষোটা শোনা যাচ্ছিল ক’দিন ধরেই। এ বার তাতেই শিলমোহর দিলেন স্বয়ং মল্লিকাই। স্বীকার করে নিলেন ফরাসি ধনকুবের সিরিল অক্সেফঁসের সঙ্গে বেশ কিছুদিন ধরেই প্রেম করছেন তিনি।

Advertisement

বেশ কিছু দিন গোপন গোপন খেলার পর মল্লিকা এ বার খুল্লামখু্ল্লা স্টাইলে মিডিয়ার সামনে ফাঁস করলেন তাঁর প্রেম কাহিনি। একজন কমন বন্ধুর সূত্রে সিরিলের সঙ্গে পরিচয় মল্লিকার। মোটামুটি প্রথম দেখাতেই প্রেমের সূত্রপাত। আপাতত ভালবাসার মধ্যগগনে এই লভ বার্ডস ডুও। এই ভ্যালেন্টাইন ডে-তে তো মল্লিকাকে চমকে দিয়েছেন সিরিল। উপহার দিয়েছেন বহু মূল্য একটা গাড়ি। আপাতত সেই গাড়িতেই এখন সব জায়গায় দেখা যাচ্ছে মল্লিকাকে।

কিছু দিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন প্রীতি জিন্টা, উর্মিলা মাতন্ডকর। এ বার কি তবে মল্লিকার পালা? এই কাপলের ভাবগতিক কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে।

Advertisement

আরও পড়ুন-এই কারণে লুলিয়াকে বিয়ে করছেন না সলমন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement