অমাল মালিকের ‘গোপনপ্রিয়া’ মালতি চহার? ছবি: ফেসবুক।
এই অমাল মালিককে চিনতেন না মালতি চহার। প্রিয় মানুষটির জন্যই তাঁকে ‘বিগবস্ ১৯’ থেকে বেরিয়ে যেতে হবে, ভাবেননি। বাস্তবে সেটাই ঘটেছে। রাগে ফেটে পড়েছেন প্রতিযোগিনী। অভিযোগ, তাঁর চোখের দিকে চেয়ে মিথ্যা বলেছেন অমাল!
মালতি সম্প্রতি মুখ খুলেছেন সংবাদমাধ্যমে। দাবি করেছেন, “আমিই অমালের গোপন বান্ধবী। ও তা অস্বীকার করেছে। আমার চোখের দিকে তাকিয়ে সপাট বলল, এক বার নাকি কোন এক পার্টিতে পাঁচ মিনিটের জন্য আমাদের দেখা হয়েছিল। আমি ওর অনুরাগিনী। এর বেশি কিছুই নয়!” মালতি ভাবতে পারেননি, তাঁর সামনে অমাল ভালমানুষির মুখোশ পরেছিলেন। তাঁর পিছনে এই বিষয়টিকে নিয়ে এত জলঘোলা করেছেন। রিয়্যালিটি শো-এর সবাইকে ভুল বুঝিয়েছেন, যার জেরে শেহবাজ় পর্যন্ত অমালের হয়ে কথা বলেছেন। তিনি শো-তে মালতিকে গায়কের ‘অনুরাগিনী’ হিসাবে বর্ণনা করেছেন।
সলমন খানের এই শো-তে তিনি অকারণে অপমানিত, এমনই বক্তব্য মালতির। তিনি দৃষ্টান্ত হিসাবে আরও জানিয়েছেন, একসময় অমাল তাঁকে ‘সুন্দরী’ বলে সম্বোধন করেছিলেন। সেই কথা তুলতেই নাকি ভীষণ ভয় পেয়ে যান গায়ক। মালতির মতে, “কোনও নারীকে সুন্দর বলা মানে তো তার প্রশংসা করা। এতে লজ্জার কী আছে? সমস্যাই বা কোথায়?”
কেন মালতির সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছেন অমাল? প্রতিযোগিনীর যুক্তি, “আমরা চাইনি, আমাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে আলোচনা হোক। তাই আলোচনা করে ঠিক করেছিলাম, আমরা যে শো-এর আগে পরস্পরকে চিনতাম— সে কথা জানাব না।” বদলে অমাল যে তাঁকে ‘অনুরাগিনী’ বানিয়ে দেবেন, এটাও আশা করেননি মালতি।