Anjan-Mamata Agan In Pair

ফিরছে পুরনো প্রেম, ফিরছেন অঞ্জন-মমতা জুটি! শান্তিনিকেতনে ফের দেখা হবে দুই অভিনেতার?

কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’ ছবিতে অনেক দিন পর ফিরেছিলেন দু’জনে। সেই ছবি তৈরি হয়েছিল মৃণাল সেনের ‘খারিজ’ ছবিকে শ্রদ্ধা জানিয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৮:৩৬
Share:

অঞ্জন দত্ত, মমতাশঙ্কর জুটিতে কোন ছবিতে? ছবি: সংগৃহীত।

একাধিক ছবিতে তাঁদের জুটি জনপ্রিয়। অঞ্জন দত্ত-মমতাশঙ্কর জুটি বেঁধেছেন ‘খারিজ’, ‘গৃহযুদ্ধ’, ‘আহারে মন’ ‘জানি দেখা হবে’ ‘পালান’ ছবিতে। প্রত্যেক ছবিতে তাঁদের অভিনয় দর্শক এবং সমালোচক প্রশংসিত। প্রসঙ্গত, অঞ্জন-মমতাকে শেষ দেখা গিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’-এ। মৃণাল সেনের জন্মশতবর্ষে তাঁর ছবি ‘খারিজ’কে সম্মান জানিয়ে তৈরি হয়েছিল এই ছবি।

Advertisement

খবর, ফের সেই জুটিকে ফেরাচ্ছেন পরিচালক সপ্তাশ্ব বসু। পুরনো প্রেম নতুন করে ফিরে এলে কী হয়? এই নিয়েই ছবির গল্প এগোবে।

এ বছরের গোড়ায় মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘এই রাত তোমার আমার’। ছবিতে এক নিঃসঙ্গ দম্পতির একটি রাতের গল্প ধরেছেন পরিচালক। যেখানে মুখ্য ভূমিকায় অপর্ণা সেন-অঞ্জন দত্ত। অতি সম্প্রতি মুক্তি পেয়েছে ইন্দ্রাশিস আচার্যের ‘গুডবাই মাউন্টেন’। ছবিতে ২২ বছরের পুরনো প্রেম ফিরবে ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্তের হাত ধরে। সম্পর্কের এই স্তরটাই কি এখনকার ‘ট্রেন্ড’?

Advertisement

প্রশ্ন নিয়ে আনন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল পরিচালক এবং দুই অভিনেতার সঙ্গে। কেউই এখন ছবি নিয়ে মুখ খুলতে রাজি নন। তবে জানা গিয়েছে, উপরে বলা দুটো ছবির থেকে কিছুটা পৃথক সপ্তাশ্বর ছবির গল্প। পরমব্রত’র ছবিতে বর্ষীয়ান দম্পতির সম্পর্ক উঠে এসেছে। এখানে অঞ্জন-মমতা দম্পতি নন। মমতাশঙ্করকে বিবাহিত দেখানো হবে। অঞ্জনের বিয়ে হয়নি। অন্য দিকে, ইন্দ্রাশিসের ছবির সঙ্গেও গল্প সম্ভবত মিলবে না। কারণ, ঋতুপর্ণা-ইন্দ্রনীলের থেকে বয়সে অনেকটাই এগিয়ে এই জুটি।

ইতিমধ্যেই দুই অভিনেতা চিত্রনাট্য পড়েছেন। তাঁরা খুশি। শুটিং শুরু হবে অগস্টের প্রথম সপ্তাহ থেকে। খবর, পুরো শুটিং হবে শান্তিনিকেতনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement