বউকে ইমপ্রেস করতে আস্ত হল বুক করলেন স্বামী!

অনেক রকম ক্রেজি ফ্যানের গল্প হয়তো শুনেছেন। কিন্তু এই ঘটনা শুনলে আপনি অবাক হতে বাধ্য। আজকের নায়ক শঙ্কর মুসাফির। হিমাচল প্রদেশের হামিরপুর শহরের বাসিন্দা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৬ ১৩:৩৭
Share:

অনেক রকম ক্রেজি ফ্যানের গল্প হয়তো শুনেছেন। কিন্তু এই ঘটনা শুনলে আপনি অবাক হতে বাধ্য।

Advertisement

আজকের নায়ক শঙ্কর মুসাফির। হিমাচল প্রদেশের হামিরপুর শহরের বাসিন্দা। সলমন খানের ‘সুলতান’ মুক্তি পাবার আগেই একটি শো-য়ের জন্য ১২০টি আসনের গোটা একটি হলই বুক করে ফেলেছিলেন তিনি।

কেন বলুন তো?

Advertisement

না! তিনি নিজে ততটা ভাইজানের ভক্ত নন। কিন্তু তাঁর বউ গীতাঞ্জলি সল্লু মিঞার অন্ধ ভক্ত। আর বউকে ইমপ্রেস করতেই ‘সুলতান’ দেখার জন্য গোটা হল বুক করেছিলেন তিনি!

এর পর গোটা হলে শঙ্কর আর গীতাঞ্জলি বসে সলমনের ‘সুলতান’ দেখেন। সে সময় গীতাঞ্জলি কি শুধুই সলমনকে দেখছিলেন? নাকি শঙ্করকেও একটু-আধটু পাত্তা দিয়েছিলেন? না! সে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তবে বউকে ইমপ্রেস করার জন্য শঙ্করের এই কাণ্ড নজর কেড়েছে সকলের।

আরও পড়ুন, একা কুম্ভ সলমনেই রক্ষা পেল সুলতান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement