জসপ্রীত বুমরাহ। — ফাইল চিত্র।
তাঁর জোরে বোলিংয়ের কদর গোটা বিশ্বজুড়ে। নতুন বলই হোক বা পুরনো বল, তিনি বোলারদের কাছে ত্রাস। সেই জসপ্রীত বুমরাহ পুরনো একটি ম্যাচের গল্প করলেন। জানালেন, সেই ম্যাচে জোরে বোলিং ছাড়া বাকি সব কাজই করেছিলেন এবং সফল হয়েছিলেন।
বুমরাহ উল্লেখ করেছেন নিজের কলেজের হয়ে একটি ম্যাচ খেলার কথা। সেখানে তিনি প্রায় সব কাজই করেছিলেন। পাশাপাশি ব্যাট হাতেও ভাল ফল করেছিলেন।
মুম্বই ইন্ডিয়ান্স শুক্রবার একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানে বুমরাহকে দেখা গিয়েছে উইকেটকিপিংয়ের গ্লাভস হাতে। তিনি কল্পনায় স্টাম্পিং করার ভঙ্গিমা করেছেন। তার পর নিজেই হাসতে হাসতে বলেছেন, “দেখে মনে হচ্ছে আমি যেন বিস্কুট তৈরি করি।”
এর পরেই বুমরাহ বলেন, “কলেজে পড়ার সময় একটা ম্যাচ খেলেছিলাম বিশ্ববিদ্যালয়ের হয়ে। একটা ম্যাচে আমি অফস্পিন বল করেছিলাম, উইকেটকিপিং করেছিলাম এবং একটা স্টাম্পিংও করেছিলাম। সেই ম্যাচে ছ’নম্বরে ব্যাট করেছিলাম। মানে সব কিছুই করেছিলাম সে দিন।”
আইপিএলের আগে বুমরাহকে অবশ্য খেলতে হবে দু’টি প্রতিযোগিতায়। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় ছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন।
২০২৫-এ সব ফরম্যাট মিলিয়ে ২১টি ম্যাচে ৪৫টি উইকেট নিয়েছিলাম বুমরাহ। এশিয়া কাপ জেতার পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিলেন।