Shubman Gill

হালান্ডের সঙ্গে দেখা হল শুভমনের, ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলারের থেকে উপহার পেলেন ভারতের অধিনায়ক, তুললেন ছবিও

ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলার আর্লিং হালান্ডের সঙ্গে দেখা করলেন শুভমন গিল। দুই তারকার ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভারতের টেস্ট এবং এক দিনের ক্রিকেটের অধিনায়ককে দেখা গিয়েছে হালান্ডের সঙ্গে ছবি তুলতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ২১:১৮
Share:

শুভমন গিলের (বাঁ দিকে) সঙ্গে আর্লিং হালান্ড। ছবি: সমাজমাধ্যম।

ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলার আর্লিং হালান্ডের সঙ্গে দেখা করলেন শুভমন গিল। দুই তারকার ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভারতের টেস্ট এবং এক দিনের ক্রিকেটের অধিনায়ককে দেখা গিয়েছে হালান্ডের সঙ্গে ছবি তুলতে।

Advertisement

শুক্রবার নিজের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন শুভমন। সেখানেই হালান্ডের সঙ্গে তাঁর ছবি দেখা যায়। হালান্ড একটি সই করা বুট উপহার দেন শুভমনকে। দু’জনকে একসঙ্গে হাসিমুখে ছবিও তুলতে দেখা গিয়েছে। দু’জনের পরনেই ছিল সাদা জার্সি এবং সাদা শর্টস।

ভারতের অধিনায়ক লেখেন, “২০২৫ আমাদের কাছে খুব বিশেষ একটা বছর ছিল। অনেক শিক্ষা, অভিজ্ঞতা এবং স্মৃতি অর্জন করেছি। সব কিছুর জন্য কৃতজ্ঞ। সেটা নিয়েই ২০২৬-এর দিকে এগিয়ে যাচ্ছি।”

Advertisement

গত বছর ভারতের টেস্ট এবং এক দিনের দলের নেতৃত্ব পেয়েছেন শুভমন। ইংল্যান্ডে গিয়ে প্রচুর রান করেছেন। গত বছর টেস্ট ফরম্যাটে সবচেয়ে বেশি রান রয়েছে তাঁরই। তবে টি-টোয়েন্টির দল থেকে বাদ পড়েছেন খারাপ ফর্মের কারণে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা পাননি।

অন্য দিকে, হালান্ডের বছরটাও ভাল গিয়েছে। এই মুহূর্তে তিনি ইপিএলে সর্বোচ্চ স্কোরার। ১৯ ম্যাচে ১৯ গোল করেছেন। নরওয়ের হয়ে বিশ্বকাপেও খেলবেন।

অতীতেও হালান্ডের সঙ্গে শুভমনের দেখা হয়েছে। ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরে দুই তারকা দেখা করেছিলেন। একসঙ্গে সিটির ত্রিমুকুট জয়ের উদ্‌যাপন করেছিলেন। গত বছর ইংল্যান্ডে গিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলারদের সঙ্গে দেখা করেছিলেন শুভমন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement