Entertainment News

মানালিকে এই লুকে আগে দেখেছেন?

‘নকশিকাঁথা’ এক মুসলিম মেয়ের জার্নির গল্প। এক হিন্দু ছেলের প্রেমে পড়ে সে। তার পর? সে উত্তর পাওয়া যাবে আগামী সপ্তাহ থেকে টিভির পর্দায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৮ ১৯:০৯
Share:

মানালি দে। ছবি: মানালির ইনস্টাগ্রাম পেজ থেকে গৃহীত।

লম্বা বিনুনি, সবুজ-সাদা ঘাগরা। সঙ্গে মানানসই নবাবি গয়না। ঠিক এ ভাবেই সেজে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী মানালি দে। কিন্তু হঠাত্ মানালির এই লুক চেঞ্জ কেন?

Advertisement

এ প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে মানালির কেরিয়ার গ্রাফে। কারণ ধারাবাহিক ‘নকশিকাঁথা’র মাধ্যমে টিভিতে কামব্যাক করছেন তিনি। আর ওই ধারাবাহিকে এই লুকেই দেখা যাবে নায়িকাকে।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ওই ধারাবাহিকের শুটিং। আর তা নিয়ে যথেষ্ট উত্তেজিত নায়িকা। এক মুসলিম মেয়ের চরিত্রে অভিনয় করবেন মানালি। তাঁর চরিত্রের নাম ‘শবনম’। মানালির বিপরীতে এই ধারাবাহিকে অভিনয় করবেন সুমন দে।

Advertisement

আরও পড়ুন, নতুন খবর দিলেন শুভশ্রী!

‘নকশিকাঁথা’ এক মুসলিম মেয়ের জার্নির গল্প। এক হিন্দু ছেলের প্রেমে পড়ে সে। তার পর? সে উত্তর পাওয়া যাবে আগামী সপ্তাহ থেকে টিভির পর্দায়।

আরও পড়ুন, ‘এয়েচো?...’ শব্দচয়নে ট্রোলড দিতিপ্রিয়া!

কয়েক বছর আগে ‘বউ কথা কও’ ধারাবাহিকের ‘মৌরী’ চরিত্রের মাধ্যমে বাংলা টেলিভিশন দর্শকদের মনে পাকাপাকি জায়গা তৈরি করে নেন মানালি। ‘নকশিকাঁথা’ও কি তাঁকে সেই জনপ্রিয়তা দেবে? সেটাই এখন দেখার।

#sabnam #Nakshikatha @rabhisek @papiyachanda @suvendu_007

A post shared by manali dey (@manali_manisha) on

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement