শুটিংয়ে বিকিনি খসে পড়ে বিপত্তি মনদানার

‘কেয়া কুল হ্যায় হাম ৩’ মুক্তির অনেক আগে থেকেই মানুষের চর্চার বিষয় হয়ে উঠেছে। ছবিটির নতুন ধারার কমেডি দৃশ্যগুলি, উষ্ণ দুষ্টুমিতে ভরা সংলাপ এবং অবশ্যই ছবিতে সানি লিয়ন আর মনদানা কারিমির উপস্থিতির ফলে দেশের অসংখ্য মানুষের আকর্ষণের কেন্দ্রে চলে এসেছে ‘কেয়া কুল হ্যায় হাম ৩’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৬ ১৯:৪৬
Share:

মনদানা কারিমি।

‘কেয়া কুল হ্যায় হাম ৩’ মুক্তির অনেক আগে থেকেই মানুষের চর্চার বিষয় হয়ে উঠেছে। ছবিটির নতুন ধারার কমেডি দৃশ্যগুলি, উষ্ণ দুষ্টুমিতে ভরা সংলাপ এবং অবশ্যই ছবিতে সানি লিয়ন আর মনদানা কারিমির উপস্থিতির ফলে দেশের অসংখ্য মানুষের আকর্ষণের কেন্দ্রে চলে এসেছে ‘কেয়া কুল হ্যায় হাম ৩’।
ছবিটির ট্রেলর ইতিমধ্যেই বেশ হিট এবং হট। ছবিটির সংলাপ-চিত্রনাট্যের জন্য হিট, আর সানি লিয়ন-মনদানার উপস্থিতিতে হট। সম্প্রতি প্রকাশ্যে এসেছে মনদানার একটি বিকিনি ভিডিও শুট যা এই ছবির জন্যই করেছিলেন নায়িকা। প্রকাশ্যে এসেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিওটি। কিন্তু ‘কেয়া কুল হ্যায় হাম ৩’ বা মনদানা আবার বলিউডের উষ্ণ-চর্চার কেন্দ্রে চলে এসেছে অন্য একটি কারণে। কী কারণে? ছবির একটি দৃশ্যে বিকিনিতে শট দিচ্ছিলেন মনদানা। এই সময় একটা ব্যপার অনেকেরই চোখে পড়ে যে শুটে একটু অস্বস্তি বোধ করছেন মনদানা। ঠিক কেন সেটা বুঝে ওঠার আগেই ঘটে গেল বিপত্তি। হঠাত্ই আলগা হয়ে খসে পড়ল মনদানার বিকিনি। কী কেলেঙ্কারি! কিন্তু নিজের উপস্থিত বুদ্ধি এবং অসাধারণ টাইমিং-এ নিজেকে ‘বেআব্রু’ হওয়া থেকে বাঁচিয়ে নেন তিনি। এই ছবিতে এই ধরনের মজার দ়ৃশ্য হয়তো অনেক দেখতে পাবেন। কিন্তু ছবির হট দ়ৃশ্যের শুটে এ রকম কেলেঙ্কারি ‘কুললি’ ঠেকালেন মনদানা। সাবাস!

Advertisement

আরও পড়ুন...

Advertisement

পোশাক অস্বস্তিতে পড়েছেন যে সব তারকারা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement