Entertainment News

শ্রীর মৃত্যুর রাতেও ওর সঙ্গে কথা হয়েছিল, বললেন মণীশ

পেশাগত তো বটেই, ব্যক্তিগত বিষয় নিয়েও শ্রীদেবীর সঙ্গে নিয়মিত কথা হত মণীশের। এখন তিনি শ্রীদেবীর মেয়ে জাহ্নবীর জন্য ড্রেস ডিজাইন করছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৮ ১৪:১৭
Share:

প্রিয় বন্ধু শ্রী-র সঙ্গে মণীশ। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

গত ২৪ ফেব্রুয়ারি। আচমকা চলে গিয়েছেন শ্রীদেবী। তা এখনও মেনে নিতে পারেন না তাঁর প্রিয়জনেরা। তেমনই একজন শ্রীর ঘনিষ্ঠ বন্ধু ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্র। শ্রীদেবীর মৃত্যুর পর প্রিয় বন্ধুকে নিয়ে এই প্রথম মুখ খুললেন মণীশ।

Advertisement

মণীশের কথায়, ‘‘এই প্রথম আমার এত কাছের কাউকে হারালাম। ২৮ বছর ধরে শ্রীদেবীকে চিনতাম। সে দিন একটা বিয়ে বাড়িতে ছিলাম। আমার এখনও মনে হচ্ছে যেন হঠাত্ করেই শ্রীলতা শ্রীর অন্ত্যেষ্টির শাড়ি এনে আমার হাতে দিল। সে দিন রাতেও শ্রীর সঙ্গে কথা হয়েছিল আমার। কত কিছু নিয়ে কথা বলতাম আমরা। এখনও মনে হয় হঠাত্ ফোনটা বেজে উঠবে। আর কোনও প্রজেক্ট নিয়ে শ্রী আবার আমার সঙ্গে কথা বলবে।’’

পেশাগত তো বটেই, ব্যক্তিগত বিষয় নিয়েও শ্রীদেবীর সঙ্গে নিয়মিত কথা হত মণীশের। এখন তিনি শ্রীদেবীর মেয়ে জাহ্নবীর জন্য ড্রেস ডিজাইন করছেন। মণীশের কথায়, “কী ভাবে জীবনের যাত্রা পূর্ণ হয়। এখন জাহ্নবীর ডেবিউ হবে। আমি ওর জন্য কাজ করছি। ঠিক যেন মায়ের মতোই ট্যালেন্ট আর ডিসিপ্লিন মিলিয়ে তৈরি হয়েছে জাহ্নবী।”

Advertisement

আরও পড়ুন, ‘বোল্ড সিন নিয়ে আমার কোনও সমস্যা নেই’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement