Manoj Bajpai

থ্রিলারে ত্রয়ী

একটি টানটান রহস্য গল্পকে ঘিরেই তৈরি হবে এ ছবি, যার পরতে পরতে থাকবে সেই রহস্যের উন্মোচন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২০ ০০:০১
Share:

মনোজ

একটি থ্রিলারের জন্য একজোট হলেন মনোজ বাজপেয়ী, নীনা গুপ্ত এবং সাক্ষী তনওয়ার। ‘ডায়াল হান্ড্রেড’ নামে এই ছবির কাজ শুরু হল সম্প্রতি, যার প্রযোজনার দায়িত্বে রয়েছেন ‘উই আর ফ্যামিলি’, ‘হিচকি’-খ্যাত পরিচালক সিদ্ধার্থ মলহোত্র এবং সোনি পিকচার্স ফিল্মস। পরিচালনার দায়িত্বে থাকছেন রেনসিল ডি’সিলভা। একটি টানটান রহস্য গল্পকে ঘিরেই তৈরি হবে এ ছবি, যার পরতে পরতে থাকবে সেই রহস্যের উন্মোচন। সোমবার ছিল শুটিংয়ের প্রথম দিন। দীর্ঘ দিন পরে ফ্লোরে ফিরতে পেরে উত্তেজিত অভিনেতারাও। নীনার মতো বর্ষীয়ান অভিনেত্রী রয়েছেন বলে সেটে অতিরিক্ত সুরক্ষাবিধি নেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement