Sanjay Dutt Birthday Special

সঞ্জয়ের জন্মদিনে এ কী কাণ্ড! নিজের ‘সইয়ারা’র কথা বিশেষ দিনে ফাঁস করে দিলেন মান্যতা?

অভিনেতা স্বামীর জন্মদিনে নিজের ‘সইয়ারা’র কথা ফাঁস করে দিলেন মান্যতা দত্ত! প্রকাশ্যে সে কথা জেনে কী বলছেন অনুরাগীরা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৩:৩৩
Share:

মান্যতা ও সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত।

আকাশে সব চেয়ে উঁচুতে ‘দলছুট’ যে তারা, উর্দুতে সে-ই ‘সইয়ারা’। নিঃসঙ্গ সেই তারার উজ্জ্বল আলোয় আলোকিত হয় অনেক কিছুই। আবার গভীর প্রেমের রূপক হিসাবেও শব্দটি বহুল প্রচলিত। নিজের জীবনের ‘সইয়ারা’র কথা বলতে গিয়ে হঠাৎ সেই শব্দ ব্যবহার করলেন অভিনেতা সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত! মঙ্গলবার, অভিনেতার জন্মদিন। বিশেষ দিনে জীবনের বিশেষ কথা সমাজমাধ্যমে তুলে ধরতেই চমকে গিয়েছেন অনেকে।

Advertisement

মান্যতার জীবনে কি সঞ্জয় অতীত? তিনি কি নতুন কারও প্রেমে ধরা দিলেন?

অভিনেতার স্ত্রীর ভাগ করে নেওয়া বার্তা বলছে, সঞ্জয়ই তাঁর এবং তাঁদের সন্তানদের জীবনের সেই বিশেষ তারা, যার আলোয় প্রতি মুহূর্তে আলোকিত তাঁরা।

Advertisement

মান্যতা কিন্তু এটুকু জানিয়েই থামেননি। সংসারী হওয়ার পরেও প্রতি মুহূর্তে কী ভাবে প্রেমে পড়েছেন তাঁরা, সে কথাও ভাগ করে নিয়েছেন। তাঁর কাছে সঞ্জয় সেই আশ্রয়, যাঁর ছায়ায় তিনি নিরাপদ। তাঁর সাহস, শক্তি, সব কিছু। সঞ্জয় তাঁর চোখে ‘আদর্শ বাবা’। তাঁর ছায়ায় সন্তানেরা নির্বিঘ্নে বড় হয়ে উঠছে। তাই বিশেষ দিনে তাঁর জীবনের বিশেষ মানুষের জন্য ঈশ্বরের কাছে মান্যতার প্রার্থনা, তিনি যেন তাঁদের ‘নিরাপদ আশ্রয়’কে আরও সুরক্ষিত রাখেন। যাতে তাঁদের জীবনে হাসি-আনন্দের কখনও অভাব না ঘটে।

বার্তা দেওয়ার পাশাপাশি মান্যতা পারিবারিক কিছু মুহূর্ত কোলাজবন্দি করেছেন। সেই কোলাজও ভিডিয়ো আকারে ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। সঞ্জয়ের অনুরাগীরা এবং বলিউড জানে, অভিনেতার জীবনে প্রচুর ওঠাপড়া। যার জেরে হয়তো তাঁর গতি সাময়িক স্তব্ধ হয়েছে। কিন্তু হার মানেননি তিনি। স্বামীর সেই হার-না-মানা মনোভাবকে সমর্থন জানিয়েই কি মান্যতা ভাগ করে নেওয়া ভিডিয়োয় জুড়ে দিয়েছেন কিশোরকুমারের জনপ্রিয় গান, ‘রুক জানা নহি, তু কভি হার কে...’?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement