সবদিক থেকেই উন্নতি হচ্ছে মরাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির। এই সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চন। মরাঠি ছবি ‘ঢোলকি’-র ফার্স্ট লুক প্রকাশ করে বিগ-বি বলেছেন, ছবিটির যেটুকু তিনি দেখেছেন, তাতে তিনি মুগ্ধ। তাঁর মতে, মরাঠিতে ইদানিং ভাল গল্পের উপর অনেক ভাল ছবি তৈরি হচ্ছে। রাজু দেশাই এবং বিশাল দেশাইয়ের পরিচালনায় ‘ঢোলকি’ মুক্তি পেতে পারে চলতি বছরের দিওয়ালিতে।