FC Goa Protest

রেফারি বাঁশি বাজালেও বল ছুঁলেন না ফুটবলারেরা! ভারতীয় ফুটবলের সঙ্কটে নীরব প্রতিবাদ এফসি গোয়ার

ভারতীয় ফুটবলের সঙ্কটের জন‍্য নীরব প্রতিবাদ করলেন এফসি গোয়ার ফুটবলারেরা। রেফারি খেলা শুরুর বাঁশি বাজানোর পরেও কয়েক সেকেন্ড বল স্পর্শ করলেন না কেউ। সঙ্গে সঙ্গেই এক বিবৃতিতে এই আচরণের কারণ জানিয়েছে গোয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ২৩:০৬
Share:

হাঁটু মুড়ে বসে প্রতিবাদ গোয়ার ফুটবলারদের। ছবি: সমাজমাধ্যম।

ভারতীয় ফুটবল সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। ঘরোয়া প্রতিযোগিতা কবে শুরু কবে কেউ জানেন না। এই অবস্থার বিরুদ্ধে নীরব প্রতিবাদ করলেন এফসি গোয়ার ফুটবলারেরা। রেফারি খেলা শুরুর বাঁশি বাজানোর পরেও কয়েক সেকেন্ড বল স্পর্শ করলেন না কেউ। সঙ্গে সঙ্গেই এক বিবৃতিতে এই আচরণের কারণ জানিয়েছে গোয়া।

Advertisement

বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচে ফতোরদা স্টেডিয়ামে তাজিকিস্তানের ইস্তিকললের বিরুদ্ধে খেলতে নেমেছিল গোয়া। ম্যাচ শুরুর জন্য রেফারি বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই হাঁটু মুড়ে বসে পড়েন গোয়ার ফুটবলারেরা। এক হাতে ভর রেখে কিছু ক্ষণ বসে থাকেন। তার পর উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যান। রেফারি, বিপক্ষ ফুটবলার থেকে মাঠের দর্শক, কেউই এই আচরণের কারণ বুঝতে পারছিলেন না।

ধন্দ কাটে সমাজমাধ্যমে গোয়ার পোস্টে। তারা জানায়, ভারতীয় ফুটবলের অচলাবস্থার বিরুদ্ধেই নীরব প্রতিবাদ জানিয়েছে তারা। গোয়া লিখেছে, “চ্যাম্পিয়ন্স লিগ ২-এ ইস্তিকলল ম্যাচ শুরুর আগে গোয়ার ফুটবলারেরা কয়েক সেকেন্ডের জন্য খেলায় অংশ নেননি। ভারতীয় ফুটবলে যে অচলাবস্থা চলছে, তা তুলে ধরার জন্যই এই কাজ করা হয়েছে।”

Advertisement

তারা আরও লিখেছে, “ভারতের ঘরোয়া ফুটবলের বাস্তুতন্ত্র যে কঠিন সমস্যার সম্মুখীন তা তুলে ধরতেই এই কাজ করা হয়েছে। আমাদের বিপক্ষ এফসি ইস্তিকলল, এএফসি বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২, কাউকেই অশ্রদ্ধা জানাতে এমন কাজ করা হয়নি। আমরা সকলকে সমীহ করি। ভারতীয় ফুটবলের প্রতিযোগিতা বা তার অংশীদারদেরও অসম্মান করতে চাইনি। ভাল কিছু করার আশা থেকেই এই আচরণ।”

এ দিকে, এ দিন দলগুলির সঙ্গে ফেডারেশনের গঠিত কমিটির বৈঠক ছিল। সেখানে সামান্য হলেও সুরাহা মিলেছে। ফেডারেশনের প্রস্তাব রেখেছে ক্লাবগুলির কাছে। সকলে রাজি হলে তবেই পরবর্তী আলোচনা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement