বলিউডে অরুণাচলের মাতিন

বলিউডে অরুণাচল! সৌজন্যে ‘টিউবলাইট’ আর পাঁচ বছর বয়সী মাতিন রে টাঙ্গু। ১৯৬২ সালের চিন-ভারত যুদ্ধের পটভূমিতে ছবি তৈরি করছেন মুম্বইয়ের পরিচালক কবীর খান। সেখানেই সলমন খানের সঙ্গে অভিনয় করবে মাতিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৭ ০১:৪২
Share:

সল্লুভাইয়ের সঙ্গে মাতিন। ছবি টুইটারের সৌজন্যে।

বলিউডে অরুণাচল! সৌজন্যে ‘টিউবলাইট’ আর পাঁচ বছর বয়সী মাতিন রে টাঙ্গু। ১৯৬২ সালের চিন-ভারত যুদ্ধের পটভূমিতে ছবি তৈরি করছেন মুম্বইয়ের পরিচালক কবীর খান। সেখানেই সলমন খানের সঙ্গে অভিনয় করবে মাতিন। বজরঙ্গি ভাইজানে সলমনের সঙ্গে স্ক্রিন ভাগ করে নিয়ে হর্ষালি মালহোত্র যেমন তারকা শিশুশিল্পী হয়ে উঠেছিল, তেমনই টিউবলাইটে গুরুত্বপূর্ণ হতে চলেছে মাতিনের চরিত্রও। চিন-ভারত যুদ্ধ নিয়ে গল্প হলেও নিরাপত্তার প্রশ্ন, পরিকাঠামোগত সমস্যার দিকে তাকিয়ে অরুণাচল নয়—লেহ, মানালি এবং মুম্বইয়ে ছবির শ্যুটিং হওয়ার কথা।

Advertisement

মাতিনের বাবা ক্যাপ্টেন অনুপম টাঙ্গু, মা মণীশা কারবাক। ক্যাপ্টেন টাঙ্গু এখন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী চাওনা মেইনের ওএসডি হিসেবে কাজ করছেন। টিউবলাইটের ছোট্ট মুখের খোঁজে দেশের বিভিন্ন স্থানে অডিশন নিয়েছিল সংশ্লিষ্ট কাস্টিং কোম্পানিটি। চূড়ান্ত পর্যায়ে পাঁচ জনের মধ্যে নির্বাচিত হয়ে মুম্বই যায় মাতিন। শেষ পর্যন্ত শিকে ছেঁড়ে তার ভাগ্যেই।

সলমন সম্প্রতি নিজের টুইটার, ইন্সটাগ্রাম ও ফেসবুক পেজে মাতিনকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করার পরেই প্রশ্ন, কে এই মাতিন? কেন তাকে নিয়ে ছবি লাগিয়েছেন সল্লু ভাই? এর মধ্যেই সলমনের সঙ্গে বেশ ভাব হয়ে গিয়েছে মাতিনের। শুধু তাই নয়, পার্টি করা হয়ে গিয়েছে জ্যাকি চ্যানের সঙ্গেও! মাতিনের পরিবার অবশ্য প্রোডাকশন হাউজের নিষেধ মেনে ছবির ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement