এই পাক সুন্দরী ডেবিউ করছেন বলিউডে?

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরই মুক্তি পাবে তাঁর অভিনীত প্রথম বলিউড ছবি ‘সনম তেরি কসম’। তিনি পাকিস্তানী সুন্দরি মওরা হোকেন। ২৩ বছর বয়সী এই যুবতী ছিলেন পাকিস্তানের ফ্যাশন ডিজাইনের ছাত্রী। মডেলিং, ভিডিও জকি হিসেবেও কাজ করেছেন তিনি। সেখান থেকে সোজা সোজা বলিউড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৫৮
Share:

‘সনম তেরি কসম’ ছবির পোস্টার।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরই মুক্তি পাবে তাঁর অভিনীত প্রথম বলিউড ছবি ‘সনম তেরি কসম’। তিনি পাকিস্তানী সুন্দরি মওরা হোকেন। ২৩ বছর বয়সী এই যুবতী ছিলেন পাকিস্তানের ফ্যাশন ডিজাইনের ছাত্রী। মডেলিং, ভিডিও জকি হিসেবেও কাজ করেছেন তিনি। সেখান থেকে সোজা সোজা বলিউড।
দীপক মুকুটের প্রযোজনায় বলিউডের এই অ্যাকশন-রোম্যান্টিক ছবিতে তেলুগু ফিল্মস্টার হর্ষবর্ধন রানের সঙ্গে জুটি বেঁধেছেন এই পাক মডেল-অভিনেত্রী। মওরা এবং হর্ষবর্ধন দুজনেই ডেবিউ করছেন ‘সনম তেরি কসম’ দিয়ে। নতুন মুখে বাজিমাতের ঘটনা বলিউডে অনেক রয়েছে। তার মধ্যে ঋত্বিক-আমিশা অভিনীত ‘কহো না প্যায়ার হ্যায়’ বা সাম্প্রতিক অতীতের মিউজিক্যাল ব্লক বাস্টার ফিল্ম ‘আশিকি ২’-এর কথা তো বলা যেতেই পারে। বহুদিন পর ছবিতে ফের শোনা যাবে হিমেশ রেশমিয়ার সুর। এ ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন সলমন খানের ‘লাকি’ ছবির পরিচালক রাধিকা রাও এবং বিনয় সাপরু। এই ছবিটি ১৯৮২ সালে মুক্তি পাওয়া কমল হাসান-রীনা রায় অভিনীত হিট ছবি ‘সনম তেরি কসম’-এর রিমেক কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এখন অপেক্ষা শুধু ছবি মুক্তি পাওয়ার। তার পরই বোঝা যাবে বলিউডের নতুন জুটিকে কতটা মনে ধরছে দর্শকদের।

Advertisement

ছবিতে চিনুন মওরাকে...
কে এই মওরা!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement