রেশমের মতো চুল পাওয়ার কৌশল। ছবি: সংগৃহীত।
শীতের শুষ্ক আবহাওয়ায় ঘন ঘন জট পড়ে চুলে। কন্ডিশনার মেখে মাথা ধুয়ে বা সিরাম মেখে হাওয়ায় শুকিয়েও লাভ হয় না অধিকাংশ ক্ষেত্রে। বার বার আঁচড়ালেও শুকনো হাওয়ায় বাধ মানে না চুল। জট পাকিয়ে গেলে চুল ছি়ঁড়ে যাওয়া বা ঝরে পড়ার প্রবণতাও বেড়ে যায়। কোনও রাসায়নিক পণ্য ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের যত্ন নিয়ে দেখুন। শীতের শুষ্ক হাওয়ায় আর নষ্ট হবে না রেশমের মতো কোমল ও মসৃণ চুল। তার জন্য প্রয়োজন হেঁশেলের ছোট্ট এক দানা। তা হল, তিসি।
পুষ্টিকর উপাদানে ভর্তি তিসির বীজ দিয়ে জেল তৈরি করে নিতে পারেন। রাস্তায় বেরোনোর আগে বা বড়দিনে বাড়িতে অতিথি আসার আগে চুলে মেখে নিলে মুহূর্তের মধ্যে মসৃণ ও উজ্জ্বল হয়ে উঠবে চুল। তবে কেবল কোমলতা নয়, আরও কিছু উপকারিতা মেলে তিসির জেল থেকে।
তিসির বীজ দিয়ে জেল বানানোর পদ্ধতি। ছবি: সংগৃহীত।
চুলের জন্য তিসির বীজ কেন উপকারী?
· তিসির বীজে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি ও ভিটামিন ই। এই উপাদানগুলি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত পুষ্টি জোগায়।
· তিসির বীজ ফুটিয়ে যে প্রাকৃতিক জেল তৈরি হয়, তা চুলের উপর একটি আস্তরণ তৈরি করে। এর ফলে চুলের আর্দ্রতা অক্ষুণ্ণ থাকে এবং বাইরের ধুলোবালি বা দূষণের ক্ষতি থেকে চুল অনেকটাই রক্ষা পায়।
· এই জেল নিয়মিত ব্যবহার করলে চুলে ভাঙন ধরার প্রবণতা কমে। ডগা ফাটার সমস্যা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে এবং চুল তার স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে পায়।
· তেল বা রাসায়নিক জেলের মতো চটচটে নয় তিসির জেল। তাই ভারী হওয়ার বদলে রেশমের মতো নরম হয়ে ওঠে চুল।
· তিসির বীজের জেল চুলের কিউটিকলের স্তরকে মসৃণ করতে সাহায্য করে। এর ফলে চুল আরও ঝলমলে হয়ে ওঠে। নিয়মিত ব্যবহারে চুলের গড়ন উন্নত হয়।
বাড়িতে তিসির জেল কী ভাবে বানাবেন?
· বড় পাত্রে দুই কাপ জল নিয়ে মাঝারি আঁচে আগুনে বসিয়ে দিন।
· চার টেবিল চামচ তিসির বীজ যোগ করুন। ধীরে ধীরে নেড়েচেড়ে ফুটতে দিন।
· কিছু ক্ষণ পর দেখবেন, জল ঘন হতে শুরু করেছে এবং তিসির বীজ থেকে পিচ্ছিল জেল বেরোচ্ছে।
· জেলটি হালকা ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। এর পর একটি পরিষ্কার কাপড় বা ছাঁকনির সাহায্যে জেল আলাদা করে নিন।
· ঠান্ডা হয়ে গেলে তাতে সামান্য অ্যালো ভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুলের তরল এবং আমন্ড অয়েল মেশিয়ে নিন। এতে জেলের পুষ্টিগুণ আরও বৃদ্ধি পাবে।
· কাচের জারে ভরে ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন।
কী ভাবে ব্যবহার করবেন তিসির জেল?
চুল ধোয়ার পর চুল যখন হালকা ভিজে থাকে, তখন অল্প পরিমাণে তিসির বীজের জেল হাতের তালুতে নিন। আঙুলের সাহায্যে গোড়া থেকে ডগা পর্যন্ত আলতো করে মেখে নিন। চুল বেশি হলে ধাপে ধাপে লাগানো ভাল। তার পর হাওয়ায় শুকিয়ে নিন। চুলে জট পড়ার সমস্যা কমবে, চুল ঝলমলে দেখাবে।