Entertainment News

‘বিগ বস’-বাড়িতে নাকি ভূত আছে! জানতেন?

বিতর্ক, জনপ্রিয়তা, কূট-কচালি, টিআরপি— সবটাই যেন ‘বিগ বস’-এর সমার্থক। গত ১১টি সিজন ধরে সেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছে জনপ্রিয় এই রিয়্যালিটি গেম শো। প্রতি সিজনেই এই শো ঘিরে দর্শকদের উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। সঙ্গে থাকে ঘরের অন্দরের খবরের জানার কৌতূহলও। তাই ‘বিগ বস’প্রেমীদের জন্য রইল শো সম্বন্ধে বেশ কিছু অজানা তথ্য।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ১৪:৪০
Share:
০১ ১১

বিতর্ক, জনপ্রিয়তা, কূট-কচালি, টিআরপি— সবটাই যেন ‘বিগ বস’-এর সমার্থক। গত ১১টি সিজন ধরে সেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছে জনপ্রিয় এই রিয়্যালিটি গেম শো। প্রতি সিজনেই এই শো ঘিরে দর্শকদের উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। সঙ্গে থাকে ঘরের অন্দরের খবরের জানার কৌতূহলও। তাই ‘বিগ বস’প্রেমীদের জন্য রইল শো সম্বন্ধে বেশ কিছু অজানা তথ্য।

০২ ১১

যদি ‘বিগ বস’-এর কোনও প্রতিযোগীর অতীতের ‘ক্রিমিনাল রেকর্ড’ থাকে, তা হলে সকলের সামনে এসে সে কথা জানাতে হয়। এটাই এই শোয়ের নিয়ম।

Advertisement
০৩ ১১

যদি কোনও ব্যক্তি রেগে গিয়ে বা অন্য কোনও কারণে শো শেষ হওয়ার আগে বা বাদ পড়ার আগে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তা হলে খেলার নিয়ম অনুযায়ী তাঁকে বড় অঙ্কের জরিমানা দিতে হবে।

০৪ ১১

কোনও দৃশ্য কাটছাঁট করার নিয়ম নেই এই খেলায়। ক্যামেরার সামনে যা যা ঘটবে সবই দেখানো হয় টিভি-র পর্দায়। ফলে প্রতিযোগীদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও অনেক সময় চলে আসে প্রকাশ্যে।

০৫ ১১

এই শো নিয়ে বিতর্ক বহুদিনের। অনেকেই বলেন, ‘বিগ বস’ একটি স্ক্রিপ্টেড শো। অনেকের ধারণা, খেলা শুরুর আগেই বিজয়ী ঠিক করে রাখা হয় এখানে। তবে এটা ঠিকই যে, এই শোতে যোগ দেওয়ার আগে প্রতিযোগীদের সকলকে একটি গোপন কাগজে সই করতে হয়। সেখানেই লেখা থাকে শোয়ের নিয়মকানুন। এবং শর্ত অনুযায়ী সেই কাগজে লেখা কোনও কথা বাইরে প্রকাশ করার কোনও অধিকার নেই প্রতিযোগীদের।

০৬ ১১

‘বিগ বস’ হাউসের মধ্যে থাকাকালীন বাইরের কারও সঙ্গে যোগাযোগ করা একেবারেই নিষিদ্ধ। এমনকী ফোনও ব্যবহার করতে দেওয়া হয় না অংশগ্রহণকারীদের। মোট ১১৭ দিন ধরে শুট করা হয় এই শো। তার মধ্যে ১৭ দিন থাকে বিজ্ঞাপন ও প্রচারের শুটিংয়ের জন্য। এই সময়টুকু গোটা জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে কাটাতে হয় প্রতিযোগীদের।

০৭ ১১

এই খেলায় যোগ দেওয়ার জন্য প্রতি সপ্তাহে টাকা দেওয়া হয় প্রতিযোগীদের।

০৮ ১১

শোনা গিয়েছে, বিগ বসের ঘরে নাকি ধর্ম সংক্রান্ত কোনও বই নিয়ে যাওয়া নিষিদ্ধ।

০৯ ১১

‘বিগ বস’-এর বাড়িটি নাকি আসলে ভুতুড়ে। অনেকেই নাকি এই বাড়িতে নানান অস্বাভাবিকত্ব দেখেছেন। অনেকের অনুভূতি, ছায়ার মতো কোনও একটি মেয়ে তাঁদের গলা টেপার চেষ্টা করছে। বা ঘরের কোণে একটি ছায়ামূর্তিকে বসে থাকতেও দেখেছেন অনেকে।

১০ ১১

মোট ৯০টি লুকনো ক্যামেরা রয়েছে ‘বিগ বস’-এর ঘরে। প্রতিযোগীদের সমস্ত কার্যকলাপ ধরা পড়ে এই ক্যামেরাগুলোতে।

১১ ১১

যতই ঝগড়া হোক না কেন, এই ঘরের নিয়ম মতো কেউ কারও গায়ে হাত তুলতে পারে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement