Anupriya Goenka

কাপড়ের ব্যবসা, কর্পোরেট চাকরি থেকে বলিউড, এই সাহসী নায়িকা সফল সব ক্ষেত্রেই

এই অভিনেত্রীর মধ্যে একটা ব্যাপার আছে। এমনটাই বলে থাকে বলি মহিলের একাংশ। ‘বোল্ড’ দৃশ্যেও তিনি বেশ সাবলীল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০১৯ ১৫:২৬
Share:
০১ ১১

এই অভিনেত্রীর মধ্যে একটা ব্যাপার আছে। এমনটাই বলে থাকে বলি মহিলের একাংশ। ‘বোল্ড’ দৃশ্যেও তিনি বেশ সাবলীল।

০২ ১১

এই অভিনেত্রীর নাম অণুপ্রিয়া গোয়েঙ্কা। ‘ড্যাডি’, ‘ঢিসুম’, ‘ববি জাসুস’ ছবিগুলিতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement
০৩ ১১

সঞ্জয় লীলা ভন্সালীর ‘পদ্মাবত’-এ শাহিদ কপূরের সঙ্গে কাজ করেছিলেন তিনিও।

০৪ ১১

কেন্দ্রীয় সরকারের ভারত নির্মাণ বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি, যেটি বাঙালি পরিচালক প্রদীপ সরকারের পরিচালিত। এ ছাড়াও দেশের প্রথম লেসবিয়ান বিজ্ঞাপনেও তিনিই মুখ্য ভূমিকায় কাজ করেন।

০৫ ১১

প্রায় ১৫০টির কাছাকাছি বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। চুমুর একটি দৃশ্যে বিতর্কও রয়েছে।  

০৬ ১১

মডেলিং দিয়েই বিনোদন জগতে প্রবেশ করেন অণুপ্রিয়া। কানপুরের মেয়ে পরবর্তীতে দিল্লিতে বাস করতেন।

০৭ ১১

ব্যবসায়ী পরিবারের মেয়ে একটা পর্যায়ে পড়াশোনার পর ব্যবসাই করতে চেয়েছিলেন। পারিবারিক কাপড়ের ব্যবসায় সময় দিতে শুরু করেন।

০৮ ১১

স্নাতক পর্যায়ের পড়াশোনার সঙ্গে সঙ্গে কাজ করতেন কল সেন্টারেও। পরবর্তীতে কর্পোরেট সংস্থাতেও চাকরি করেন তিনি।

০৯ ১১

স্কুলে পড়ার সময় ন্যাশনাল স্কুল অব ড্রামায় ওয়ার্কশপ করেছিলেন। কর্পোরেট দুনিয়ায় কাজের সময় তাঁর মনে পড়ত সে কথা। ফের বিজ্ঞাপনী ছবিতে কাজ শুরু করেন। এর পরই বলিউডে পরিচিতি পান অণুপ্রিয়া।

১০ ১১

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। অনুরাগ বসুর ‘স্টোরিজ বাই রবীন্দ্রনাথ টেগোর’-এ রবি ঠাকুরের গল্পের নায়িকাও হয়েছিলেন তিনি।

১১ ১১

ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’-এ তাঁর অভিনয় জনপ্রিয় হয়েছিল। তেলুগু ছবিতেও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement