Entertainment News

পরিণীতির নতুন বন্ধু কে জানেন?

সেই নতুন বন্ধু কে? আসলে পরিণীতির নতুন বন্ধু একাধিক। বিষয়টি একটু খোলসা করে বলা যাক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৮ ১৬:২১
Share:

পরিণীতি চোপড়া। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

এই মুহূর্তে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলারের তালিকায় পরিণীতি চোপড়া রয়েছেন একেবারে প্রথম সারিতে। তাই তাঁর নতুন বন্ধুকে নিয়ে যে জোরদার গসিপ শুরু হবে সিনে পাড়ায় এ তো স্বাভাবিক।

Advertisement

তবে না! যা ভাবছেন তা নয়। নায়িকার নতুন বন্ধু হয়েছেন ঠিকই। তবে তার সঙ্গে পরিণীতির এলিজেবল ব্যাচেলার তালিকায় থাকা বা না থাকার কোনও সম্পর্ক নেই।

তা হলে সেই নতুন বন্ধু কে? আসলে পরিণীতির নতুন বন্ধু একাধিক। বিষয়টি একটু খোলসা করে বলা যাক।

Advertisement

আরও পড়ুন, বাপ্পি লাহিড়ির সোনা কোথায় গেল?

সম্প্রতি অস্ট্রেলিয়া বেড়াতে গিয়েছিলেন নায়িকা। সেখানে নানা মুডের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। মেলবোর্নে একপাল ক্যাঙ্গারুর সঙ্গে নিয়ে ছবি পোস্ট করে পরিণীতি ক্যাপশনে লিখেছেন ‘আমার নতুন বন্ধুদের সঙ্গে আলাপ করুন।’ !! !! ! 😋

!! !! ! 😋

সম্প্রতি অস্ট্রেলিয়া বেড়াতে গিয়েছিলেন নায়িকা। সেখানে নানা মুডের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। মেলবোর্নে একপাল ক্যাঙ্গারুর সঙ্গে নিয়ে ছবি পোস্ট করে পরিণীতি ক্যাপশনে লিখেছেন ‘আমার নতুন বন্ধুদের সঙ্গে আলাপ করুন।’ !! !! ! 😋

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement