এই সুন্দরী মহিলার ছবি বেশ কয়েক দিন ধরেই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ইনি বিখ্যাত এক বলিউড তারকার দিদি।
তাঁর সাজগোজ ও পোশাকের চর্চাও চলছে। প্রশংসিত হয়েছে তাঁর লুকস। ইনি কে বলুন তো?
ইনি ঋত্বিকা সিংহ ভবনানি। রণবীর সিংহের দিদি।
দু’জনে প্রায়ই এক সঙ্গে খেতে যান রেস্তঁরায়। ভাই-বোন দু’জনেই ফুডি।
রণবীর আমেরিকায় পড়াশোনা করার সময় নিয়ম করে ভাইকে রাখী পাঠাতেন ঋত্বিকা। সঙ্গে পাঠাতেন কয়েক ডলার। রাখীতে ভাইকে মিষ্টি কিনে দিতে হবে যে।
ছোটবেলায় প্রায়ই দিদি তাঁকে চকোলেট কিনে দিতেন। সেই চকোলেট খাওয়ার অভ্যেসই রণবীরের সুইট টুথ তৈরি করেছে বলে এক বার জানিয়েছিলেন ঋত্বিকা।
মুম্বইয়ের এক বেসরকারি স্কুল থেকে পড়াশোনা করেছেন ঋত্বিকা। স্নাতক ডিগ্রি রয়েছে তাঁর।
অনিল কপূর, সোনম কপূররাও তাঁদের আত্মীয়।
ঋত্বিকার প্রিয় অভিনেতা আমির খান, প্রিয় অভিনেত্রী তাঁর ভাজ দীপিকা পাড়ুকোন।
পশুপ্রেমী হিসেবে বিশেষ পরিচিতি আছে ঋত্বিকার।
বলিউডের অফারও পেয়েছিলেন এই ডাকসাইটে সুন্দরী। তবে রুপোলি পর্দায় এখনও দেখা যায়নি তাঁকে। এখনও বিয়েও করেননি ঋতিকা।