Vinod Khanna

বিনোদ খন্নার মৃত্যুর ভুয়ো খবরে নীরবতা পালন বিজেপি-র!

জল্পনা বেড়েই চলেছে। এক দিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ছবি। সেই ছবিতে হাসপাতালে অসুস্থ, ভগ্ন স্বাস্থ্য বিনোদ খন্নাকে দেখে চরম উদ্বেগে দেশের আপামর সিনেপ্রেমী। শোনা গিয়েছিল, ইউরিনারি ব্লাডার ক্যানসারে আক্রান্ত তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭ ১২:৩৫
Share:

ফাইল চিত্র।

জল্পনা বেড়েই চলেছে। এক দিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ছবি। সেই ছবিতে হাসপাতালে অসুস্থ, ভগ্ন স্বাস্থ্য বিনোদ খন্নাকে দেখে চরম উদ্বেগে দেশের আপামর সিনেপ্রেমী। শোনা গিয়েছিল, ইউরিনারি ব্লাডার ক্যানসারে আক্রান্ত তিনি। যদিও পরিবারের তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি।

Advertisement

আরও পড়ুন: বাবার শেষ কাজ করতে ম্যাঙ্গালোর গেলেন ঐশ্বর্যা

এরই মধ্যে ‘বিনোদ খন্না প্রয়াত’ এমন খবরও চাউর হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই খবরকেই সত্যি ধরে নিয়ে নীরবতা পালন করা হল মেঘালয়ে। সংবাদ সংস্থা সূত্রে খবর, সম্প্রতি মেঘালয়ের গুরদাসপুর এলাকায় বিজেপি আয়োজিত একটি অনুষ্ঠানে বিনোদ খন্নার ‘মৃত্যু’তে শোক প্রকাশ করেন স্থানীয় বিজেপি নেতারা। বর্ষীয়ান অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দু’মিনিটের নীরবতাও পালন করা হয়! টুইটারে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে পড়েন বিজেপি নেতারা। অভিনেতার মৃত্যু সংবাদের সত্যতা যাচাই না করেই নীরবতা পালন করায় ক্ষমাও চেয়ে নেন তাঁরা। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ডেভিড খারসতি বলেন, ‘‘আমরা ভুল করে শোকজ্ঞাপন করেছি। অনিচ্ছাকৃত এই ঘটনার জন্য আমরা দুঃখিত। আমাদের কয়েক জন সদস্য টেলিভিশন থেকে এই খবর দেখে আমাদের জানায়। কিন্তু আমাদের খবরের সত্যতা যাচাই করা উচিত ছিল। আমরা অভিনেতার দীর্ঘ জীবন কামনা করি।’’

Advertisement

ভাইরাল হওয়া সেই ছবি।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, মারাত্মক ডিহাইড্রেশন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিনোদ খন্না। তবে তিনি চিকিৎসায় সাড়া দিয়েছেন এবং তাঁর স্বাস্থ্যেরও দ্রুত উন্নতি হচ্ছে। অভিনেতার অবস্থাও এখন অনেকটাই স্থিতিশীল।

অন্য দিকে বিনোদ খান্নার দীর্ঘ দিনের বন্ধু ও সহকর্মী অমিতাভ বচ্চনের একটি সাম্প্রতিক টুইটও জল্পনা বাড়িয়েছে। বিগ বি তাঁর টুইটে লিখেছেন, “কী অদ্ভুত না, নিজের প্রিয়জনের বা সহকর্মীর চলে যাওয়ার ঘটনা নিজের আয়ু নিয়ে ভাবতে বাধ্য করে।” যদিও এই টুইটে তিনি কারও নাম উল্লেখ করেননি।

দেখুন সেই ভিডিও:

; ' (_)

; ' (_)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement