Priyanka Bhattacharya

মানসিক ভারসাম্যহীনারাও ধর্ষিত হচ্ছেন, সে খবর আড়ালেই থাকে! আর কী বললেন প্রিয়াঙ্কা?

“ওঁদের জীবন খুব কাছে থেকে দেখলাম। আফসোস, আমার হাতে যদি ক্ষমতা থাকত, ওঁদের সুরক্ষার ব্যবস্থা আগে করতাম।”

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১৯:২৬
Share:

নতুন ছবিতে নতুন রূপে প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।

প্রিয়াঙ্কা ভট্টাচার্য অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও যুক্ত থাকেন। অভিনেতা সহকর্মীদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সঙ্গেও তাঁর ওঠাবসা। সম্প্রতি, আনন্দবাজার ডট কমের সঙ্গে কথাপ্রসঙ্গে আচমকাই এক বিস্ফোরক বক্তব্য রাখলেন তিনি। “শুধু সার্বিক ভাবে সুস্থ নারী নয়, রাস্তায় যাঁরা মানসিক ভারসাম্যহীন মহিলা ধর্ষিত হচ্ছেন। সে খবর কেউ রাখে না। আড়ালেই থাকে!” সেই জায়গা থেকেই তাঁর আফসোস, “ওঁদের জীবন খুব কাছে থেকে দেখলাম। আফসোস, আমার হাতে যদি ক্ষমতা থাকত, ওঁদের সুরক্ষার ব্যবস্থা আগে করতাম।”

Advertisement

সদ্য কসবা-কাণ্ডে নতুন করে তোলপাড় শহর কলকাতা। প্রিয়াঙ্কাও কি সেই প্রেক্ষিতেই এই মতামত দিলেন?

‘গৌরী’র সেটে পরান বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

প্রশ্ন রাখতেই প্রকাশ্যে এল ঘটনা। প্রিয়াঙ্কা এর আগে পাভেল, শৌভিক দে-র পরিচালনায় বড় পর্দায় অভিনয় করেছেন। কাজ করেছেন অঙ্কুশ হাজরার সঙ্গে। ছোট পর্দার পাশাপাশি আবারও তাঁকে দেখা যাবে বড় পর্দায়। প্রসেনজিৎ হালদারের ‘গৌরী’ চরিত্রে। ছবির গল্প আবর্তিত এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ঘিরে। রাস্তায় বাস তাঁর। রাতের অন্ধকারে সে ধর্ষিতা। যার জেরে অন্তঃসত্ত্বা। এই চরিত্রে অভিনয় করতে গিয়েই নিদারুণ অভিজ্ঞতা প্রিয়াঙ্কার।

Advertisement

“গল্পের খাতিরে দূর থেকে এ রকম কিছু মানুষকে দেখতে হয়েছে। তাঁদের জীবনধারা খুঁটিয়ে লক্ষ করেছি। তাঁদের সম্বন্ধে জানতে গিয়েই উঠে এসেছে এ রকম ভয়াবহ তথ্য”, দাবি অভিনেত্রীর। ছবিতে নিজের চরিত্র জীবন্ত করতে গিয়ে বাস্তবে সাজগোজ ছেড়েছিলেন। এলোমেলো, অপরিচ্ছন্ন থাকতেন। তাই শুটিংয়ের সময় যখন রাস্তায় বসে শট দিয়েছেন, আশপাশের মানুষেরা তাঁকে দেখে ভেবেছে, তিনি সত্যিকারের ‘ মানসিক ভারসাম্যহীন কোনও মহিলা’!

শুটিংয়ে চন্দন সেন, সঞ্জীব সরকার। ছবি: সংগৃহীত।

এও জানিয়েছেন, একজন নারী হিসাবে তাঁরও এ ক্ষেত্রে কিছু দায় বর্তায়। যেহেতু সমাজসেবার সঙ্গে তিনিও যুক্ত, তাই এক এক সময় এও মনে হয়েছে, তাঁর হাতে যদি ক্ষমতা থাকত তা হলে সকলের আগে তিনি পথে পড়ে থাকা মানসিক ভাবে অসুস্থ নারীদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতেন। যাতে এঁদের অসুস্থতার সুযোগ কেউ নিতে না পারে। “শুটিং করতে গিয়ে দেখলাম, মানসিক ভাবে অসুস্থ হলেও তাঁদের মধ্যেও কিন্তু মাতৃসত্তা প্রবল ভাবে বর্তমান। তাই সমস্ত সমস্যা উপেক্ষা করে তাঁরা গর্ভস্থ সন্তানকে শেষ মুহূর্ত পর্যন্ত রক্ষা করার চেষ্টা করেন। জন্মের আগে, জন্মের পরেও।”

ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে থাকছেন পরান বন্দ্যোপাধ্যায়, চন্দন সেন, আরিয়ান ভৌমিক, সঞ্জীব সরকার, বুদ্ধদেব ভট্টাচার্য, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে। প্রযোজনায় এলপিডি প্রযোজনা সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement