ফণীর বিপদ সঙ্কেতে

তিনি ভোটের প্রচারে এখন অসম্ভব ব্যস্ত। কিন্তু তার মধ্যেও মিমি চক্রবর্তী পরিকল্পনা করেছিলেন, ভোটের আগে এক বার অন্তত পুরী ঘুরে আসবেন।

Advertisement
শেষ আপডেট: ০৩ মে ২০১৯ ০০:০০
Share:

মিমি

তিনি ভোটের প্রচারে এখন অসম্ভব ব্যস্ত। কিন্তু তার মধ্যেও মিমি চক্রবর্তী পরিকল্পনা করেছিলেন, ভোটের আগে এক বার অন্তত পুরী ঘুরে আসবেন। কিন্তু ঘূর্ণিঝড় ফণীর আশঙ্কায় পুরীর পরিকল্পনা বাতিল করতেই হল মিমিকে। এমনিতেই এয়ারলাইন্স থেকে উড়ান বাতিল করা হয়েছে। ফলে হোটেল বুকিংও বাতিল করতে হয়। মিমি বললেন, ‘‘বাড়িতেই তাই পুজোর আয়োজন করলাম।’’ তিনি যে জগন্নাথের ভক্ত, সে কথা সর্বজনবিদিত। তাই পুরীতে জগন্নাথ দর্শন যে মিমির মাস্ট লিস্টে থাকবে, সেটা আন্দাজ করাই যায়। কিন্তু প্রকৃতির সামনে এমন ঝুঁকি কি আর নেওয়া যায়? সামনে যখন এত বড় পরীক্ষা! তবে সোনারপুর ও ভাঙড়ে আগামী দু’দিন মিমির যে প্রচারের কাজ রয়েছে, তা কিন্তু স্থগিত হয়নি। ফণীর ভয়ে বাতিল হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর ‘লাইমলাইট’ ছবির শুক্রবারের শিডিউল। শহরেই হওয়ার কথা ছিল শুটিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement