Entertainment News

এই পুজো মিমির কাছে অন্য রকম, তাই না?

সোশ্যাল মিডিয়ায় সোমবার একটি ভিডিয়ো শেয়ার করেছেন মিমি। সেখানেই জানিয়েছেন তাঁর পুজোর প্ল্যান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ১৩:৪১
Share:

মিমি চক্রবর্তী। ছবি: মিমির ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

ঘন নীল জড়ি পাড় শাড়ি। সঙ্গে হট পিঙ্ক বুটিদার সিল্কের ব্লাউজ। হাতে, কানে, গলায় সোনার গয়না। ঠিক এ ভাবেই সেজে ষষ্ঠীর দিনটা কাটাতে চান অভিনেত্রী মিমি চক্রবর্তী

Advertisement

সোশ্যাল মিডিয়ায় সোমবার একটি ভিডিয়ো শেয়ার করেছেন মিমি। সেখানেই জানিয়েছেন তাঁর পুজোর প্ল্যান।

পুজো মানেই মিমির কাছে হুল্লোড়। বন্ধুদের সঙ্গে প্যান্ডেলে বসে চুটিয়ে আড্ডা। আর তার সঙ্গে নিয়ম না মেনে সব কিছু খাওয়া। সারা বছর ডায়েটে থাকেন মিমি। কিন্তু পুজোর সময় কোনও ডায়েট নয়। আজ পোলাও মাংস থাকবে নায়িকার মেনুতে।

Advertisement

আরও পড়ুন, শুটিংয়ের ফাঁকেই প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেট করলেন ‘কৃষ্ণকলি’

চলতি পুজো মিমির কাছে স্পেশ্যাল। কারণ গত শুক্রবার মুক্তি পেয়েছে মিমির নতুন ছবি ‘ভিলেন’। বাবা যাদবের পরিচালনায় এই ছবিতে তিনি অঙ্কুশের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। ইতিমধ্যেই দর্শক এই জুটির অভিনয়ের প্রশংসা করেছেন। ফলে পুজোর আনন্দ আরও বেড়ে গিয়েছে মিমির।

SUBHO MAHA SHASTI

A post shared by Mimi (@mimichakraborty) on

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement