Tiyasha Roy celebrated her first wedding anniversary dgtl - Anandabazar
  • নিজস্ব প্রতিবেদন
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে

শুটিংয়ের ফাঁকেই প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেট করলেন ‘কৃষ্ণকলি’

Tiyasha Roy
তিয়াশা রায়।

Advertisement

তিয়াশা রায়। আপাতত বাংলা টেলিভিশনের দর্শকের কাছে পরিচিত মুখ। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। গত ৯ অক্টোবর প্রথম বিবাহবার্ষিকী ছিল তিয়াশার। শুটিংয়ের ফাঁকে সেলিব্রেট করলেন স্বামী সুবানের সঙ্গে।

ঠিক এক বছর আগে সুবানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিয়াশা। সুবান ‘আমার দুর্গা’, ‘মিলন তিথি’-র মতো ধারাবাহিকে কাজ করেছেন। রাইমা সেন অভিনীত ‘নটবর নট আউট’ ছবিতেও অভিনয় করেছেন। অল্প কয়েকদিনের আলাপের পরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এই জুটি।

তবে ‘কৃষ্ণকলি’ তিয়াশার প্রথম কাজ। সেই অর্থে বিয়ের পরই তিনি অভিনয় জগতে পা রাখেন। সুবানও এই মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত। পুজোর আগে ব্যাঙ্কিয়ের জন্য প্রায় সব সিরিয়ালের সেটেই অনেক বেশি সময় দিচ্ছেন অভিনেতারা। তার মধ্যেই সময় করে বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে ডিনারে গিয়েছিলেন এই জুটি।

আরও পড়ুন, ‘আমার মতো গার্লফ্রেন্ড থাকলে অন্য কোথাও যাওয়ার দরকার হয় না’

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

সবাই যা পড়ছেন

Advertisement

সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
আরও পড়ুন
বাছাই খবর

সবাই যা পড়ছেন

আরও পড়ুন