31st Kolkata Internatinal Film Festival

দোরগোড়ায় চলচ্চিত্র উৎসব, এখনও জানা যায়নি বিশেষ অতিথির নাম! ভোট বলেই কি উৎসবে কাটছাঁট?

সাংবাদিক বৈঠকে ছিলেন না রাজ চক্রবর্তী। কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটি জানে না, এ বারের উৎসবে কারা আসছেন! কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৭:৫৭
Share:

চলচ্চিত্র উৎসব নিয়ে সবিস্তার জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ছবি: ফেসবুক।

শীতের দেখা নেই। শহরে কড়া নাড়ছে ৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসব। ৬ নভেম্বর থেকে এক সপ্তাহের জন্য নন্দন উৎসবমুখর। দেশ-বিদেশের বিনোদন দুনিয়ার খ্যাতনামীদের উপস্থিতিতে জমে উঠবে সিনে-উদ্‌যাপন।

Advertisement

২৯ বছর ধরে কলকাতা চলচ্চিত্র উৎসব বলিউড তারকাখচিত। সপরিবার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, মহেশ ভট্ট উপস্থিত থেকেছেন উদ্বোধনী অনুষ্ঠানে। ব্যতিক্রম ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসব। গত বছর তারকা বলতে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা, ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় এবং আর্জেন্তিনার চলচ্চিত্র ব্যক্তিত্ব পাবলো জাস্টিনো সিজার। এ বছরেও কি সেই পথে হাঁটবে রাজ্য সরকার? কারণ, এ বছরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে কারা আমন্ত্রিত, সেই নামের তালিকা এখনও অপ্রকাশিত।

কবে থেকে শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব’? নিজস্ব চিত্র।

সামনে বিধানসভা নির্বাচন। সেই কারণেই কি এ বছরেও উদ্‌যাপনে কাটছাঁট? এমন সম্ভাবনাও দেখছেন কেউ কেউ।

Advertisement

এই জিজ্ঞাসা নিয়ে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে। তিনি বলেন, “এ রকম কিছুই হচ্ছে না। আসলে কারা আমন্ত্রিত সেটা এখনও আমাদের কাছেই ‘সারপ্রাইজ়’। তাই আমরাও আপনাদের এখনই কিছু জানাতে পারছি না।” একটু থেমে যোগ করেন, “বিধানসভা নির্বাচন নিয়ে আমরা একটুও ভাবিত নই। তৃণমূলের প্রত্যেকে ভীষণ মনোযোগী ছাত্র। আমরা সারা বছর মন দিয়ে পড়াশোনা করি। তাই পরীক্ষায় ভয় পাই না। ভয় তাঁরা পাবেন, যাঁরা মনোযোগী ছাত্র নন।”

মঙ্গলবার চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠকে মন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, সচিব শান্তনু বসু। বিনোদন দুনিয়া থেকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, হরনাথ চক্রবর্তী। কিন্তু পরিচালক গৌতম ঘোষ, রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় কোথায়? মন্ত্রী অরূপ জানান, এ বছরেও চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ। পরিচালক সদ্য স্ত্রী নীলাঞ্জনা ঘোষকে হারিয়েছেন। সেই শোকের কারণেই তিনি এ দিনের বৈঠকে অনুপস্থিত। তিনি আরও বলেন, “রাজ চক্রবর্তীকেও নির্দিষ্ট সময়ে আপনারা দেখতে পাবেন। শুধুই রাজ নন, বাংলা বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেকে এই উৎসবের সঙ্গে জড়িত। তাঁরা কোনও না কোনও দায়িত্ব পালন করবেন। যেমন, উদ্বোধনী অনুষ্ঠানে জুন মালিয়ার সঙ্গে সঞ্চালনা করবেন পরমব্রত।”

মন্ত্রীর দাবি, কলকাতা চলচ্চিত্র উৎসব যতটা কলকাতাবাসীর, ততটাই টলিউডের প্রত্যেকের। সকলকে সাদর অভ্যর্থনা জানানো হবে। আমন্ত্রণ পাবেন তাঁরা।

এই তালিকায় কি ‘ব্যতিক্রম’ অনির্বাণ ভট্টাচার্য? অভিনয়-পরিচালনার সঙ্গে যুক্ত থেকেও যিনি ফেডারেশনের সঙ্গে কাজিয়ায় জড়িয়ে পড়ে কার্যত ‘একঘরে’। অভিনয়, পরিচালনায় তো বটেই, তাঁর গানের দল ‘হুলি-গান-ইজম’ও বাদ পড়ছে অনুষ্ঠান থেকে। এই যাঁর অবস্থা তিনি কি কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পাবেন? এ প্রসঙ্গে মুখে কুলুপ মন্ত্রীর। একমাত্র এই একটি জবাব পাওয়া গেল না মন্ত্রী অরূপ বিশ্বাসের থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement