বিগ বসের ঘরে মীর, দু’মুখো খেলবেন?

বিগ বসের ঘরে চলছে লাস্ট ল্যাপের লড়াই। আর মাত্র পাঁচ দিন পরেই ফাইনাল। শেষ টক্করে রয়েছেন শিলাজিত্, ঋ, প্রিয়া, জয়জিত্ এবং অপূর্ব। জমজমাট শেষ সপ্তাহের শো। আর আজ মঙ্গলবার বিগবসের ঘরে যাচ্ছেন এক নতুন অতিথি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৬ ১৪:৫৪
Share:

মিষ্টিমুখ। ছবি: ফেসবুকের সৌজন্যে।

বিগ বসের ঘরে চলছে লাস্ট ল্যাপের লড়াই। আর মাত্র পাঁচ দিন পরেই ফাইনাল। শেষ টক্করে রয়েছেন শিলাজিত্, ঋ, প্রিয়া, জয়জিত্ এবং অপূর্ব। জমজমাট শেষ সপ্তাহের শো। আর আজ মঙ্গলবার বিগবসের ঘরে যাচ্ছেন এক নতুন অতিথি।

Advertisement

তিনি কে জানেন?

মীর। অ্যাঙ্কর, আরজে, অভিনেতা মীর দু’দিনের জন্য যাচ্ছেন বিগ বস হাউসে। মীরের কথায়, ‘‘দু’দিন ফোন ছাড়া থাকব, এটাই আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। আমার বাড়ির লোকেরও এটা বিশ্বাস করতে বেশ অসুবিধেই হচ্ছে। এখানে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। আপাতত ব্যাটা একমুখোই। কিন্তু, ভেতরে ঢুকে হয়তো চেঞ্জ হয়ে যাবে।’’

Advertisement

মীর কি সত্যিই দু’মুখো হবেন? জানতে গেলে চোখ রাখুন বিগ বসে।

আরও পড়ুন

‘স্যান্ডির চুমুটা দেখালো, ঋ-দির আদরটা বাদ!’

বিগ বস বাংলা দেখছেন তো? কাকে পছন্দ?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement