Cheslie Kryst

Cheslie Kryst: ৬০ তলা থেকে পড়ে মৃত্যু ৩০ বছরের ‘মিস আমেরিকা’ চেসলির, তদন্ত করছে পুলিশ

রবিবার ৬০ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু চেসলির। বিশ্বসুন্দরী হরনাজ তাঁর সঙ্গে একটি ছবি দিয়ে শোকবার্তা প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৬:২৯
Share:

চেসলি ক্রাইস্ট

২০১৯ সালে আমেরিকার সেরা সুন্দরীর শিরোপা পেয়েছিলেন। রবিবার ৬০ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু চেসলি ক্রাইস্টের। বিশ্বসুন্দরী হরনাজ সান্ধু তাঁর সঙ্গে একটি ছবি দিয়ে শোকবার্তা প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে।

নিউ ইয়র্কের ৬০ তলা আবাসনের ছাদ থেকে রবিবার সকাল ৭টা নাগাদ নীচে পড়ে যান চেসলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩০ বছরের মডেলের।

Advertisement

বিশ্বসুন্দরী হরনাজ সান্ধুর সঙ্গে চেসলি

সেই আবাসনের নবম তলায় থাকতেন চেসলি। পুলিশের সন্দেহ, আত্মহত্যা করেছেন ‘মিস আমেরিকা’। যদিও ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না বলেই জানিয়েছে পুলিশ।

চেসলি একাধারে মডেল, আইনজীবী, সাংবাদিক এবং ফ্যাশন ব্লগার। মিশিগানে জন্ম তাঁর। দক্ষিণ ক্যারোলিনায় বড় হয়েছেন তিনি। আইন নিয়ে পড়াশোনা করার পর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করতেন। কারাবন্দি সে সব মানুষের সাজার মেয়াদ কমিয়েছেন চেসলি, যাঁরা নির্দোষ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন