Devlina-Debasish

দর্শক দেবলীনার প্রশংসা করলে তবেই তার নায়িকা হওয়া সার্থক! ‘রাস’ দেখে কে বললেন এ কথা?

ভিতরে ছবির প্রদর্শন চলছে। বাইরে পিছনে হাত দিয়ে পায়চারি করছেন ‘রাস’-এর নায়িকার দাপুটে বিধায়ক বাবা! চাপা দুশ্চিন্তায় ভুগছিলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ২০:৫২
Share:

মেয়ে দেবলীনা কুমারের গর্বে বাবা দেবাশিস কুমারের ছাতি ৫৬? ছবি: সংগৃহীত।

মেয়ে অনেক দিনই অভিনয়ে। নানা ছবিতে, ছোট পর্দায়, সিরিজ়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। বড় পর্দায় নায়িকা এই প্রথম! তথাগত মুখোপাধ্যায়ের ‘রাস’ ছবিতে দেবলীনা কুমার বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন। তাঁকে ঘিরে অনসূয়া মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, শঙ্কর দেবনাথ রণজয় বিষ্ণু, অর্ণ মুখোপাধ্যায়-সহ এক ঝাঁক পোড় খাওয়া অভিনেতা। ছবিমুক্তির দিন প্রেক্ষাগৃহে ছবির প্রদর্শন চলছে। বাইরে পিছনে হাত দিয়ে গম্ভীর মুখে পায়চারি করছেন নায়িকার বিধায়ক বাবা দেবাশিস কুমার।

Advertisement

মেয়ের ছবি না দেখে বাইরে? চাপা দুশ্চিন্তার জেরেই কি ভিতরে নেই?

আনন্দবাজার ডট কম প্রশ্ন রেখেছিল বিধায়কের কাছে। মৃদু হেসে জানালেন, ছবি তিনি সকালেই দেখে নিয়েছেন। তার পরেই রসিকতা, “রাজনীতির সঙ্গে যুক্ত যাঁরা তাঁরা দুশ্চিন্তা খুবই কম করেন।” বেশ ভাল লেগেছে ছবির বিষয়। “এখন এত বড় পরিবার দেখা যায় না। যৌথ পরিবারের প্রয়োজন এখন প্রত্যেকে অনুভব করছেন। সেই বার্তাই দিয়েছে ‘রাস’। পাশাপাশি, ছবিতে দেখানো বাঙালিয়ানাতেও বিশ্বাসী আমি”, বক্তব্য দেবাশিসের।

Advertisement

দেবলীনার অভিনয়ের প্রসঙ্গ উঠতেই আর পাঁচ জন বাবার মতোই চওড়া হাসি বিধায়কের মুখে। তিনি যে মেয়ের অভিনয়ে সন্তুষ্ট সে কথা তাঁর হাবেভাবে স্পষ্ট। জানালেন, দেবলীনার স্বপ্ন অভিনয়। সেই স্বপ্ন একটু একটু করে সফল হতে দেখছেন। অবশ্যই খুশি তিনি। তার পরেই নিজেকে সংযত করলেন দেবাশিস। এ বার উত্তর দিলেন পোক্ত রাজনীতিবিদের মতোই, “দর্শক যদি হল ভরিয়ে ছবি দেখেন, মেয়ের অভিনয়ের প্রশংসা করেন, তবেই দেবলীনার নায়িকা হওয়া সার্থক।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement