Sushmita Sen

‘আমাদের সম্পর্ক নামের ঊর্ধ্বে, তুমিই নিরাপদ স্থল’, সুস্মিতা-রোহমানের সমীকরণ এখন ঠিক কেমন?

সুস্মিতা ও রোহমন সাত বছর ধরে একসঙ্গে। সোমবার সেই সম্পর্কের বর্ষপূর্তি হল। সুস্মিতাকে জড়িয়ে ধরে রয়েছেন কাশ্মীরি অভিনেতা-মডেল। এমনই একটি ছবি ভাগ করে নেন রোহমন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৯:১৯
Share:

সুস্মিতার জন্য মন উজাড় করে দিলেন রোহমন। ছবি: সংগৃহীত।

দীর্ঘ দিন সম্পর্কে থাকার পরে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন সুস্মিতা সেন ও রোহমন শোল। কিন্তু বিচ্ছেদের পরেও বন্ধুত্বে ইতি টানেননি তাঁরা। সব সময়ে সুস্মিতার ছায়াসঙ্গী হয়ে থাকেন রোহমন। তবে এখন নাকি তাঁরা শুধুই বন্ধু। সেই বন্ধুত্বের বর্ষপূর্তিতে সুস্মিতার জন্য মনের কথা উজাড় করে দিলেন রোহমন।

Advertisement

সুস্মিতা ও রোহমন সাত বছর ধরে একসঙ্গে। সোমবার সেই সম্পর্কের বর্ষপূর্তি হল। সুস্মিতাকে জড়িয়ে ধরে রয়েছেন কাশ্মীরি অভিনেতা-মডেল। এমনই একটি ছবি ভাগ করে নেন রোহমন। সেই সঙ্গে তিনি লেখেন, “কিছু গল্প নাম ছাড়াই বেড়ে ওঠে। কিন্তু সেই গল্পের অর্থ কখনও বদলে যায় না।”

সুস্মিতার সঙ্গে সম্পর্কের সমীকরণ ঠিক কেমন? তা-ও উঠে আসে রোহমনের পোস্টে। তিনি লেখেন, “আমি তোমাকে দাবা খেলা শিখিয়েছিলাম। আর এখন তুমি আমাকে হারিয়ে দাও। তুমি আমাকে সাঁতার কাটা শিখিয়েছিলে। জলের ধারে-কাছে যেতেও যে ভয় পেত তাকে টেনে নামিয়েছিলে জলে। আমাকে জীবনের সেরা চুলের ছাঁট দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ না জানিয়ে কী ভাবে পারি।”

Advertisement

নিজেদের সম্পর্কে আদানপ্রদানের কথা বলেন তিনি। রোহমন লেখেন, “আমরা নিজেদের ভূমিকা অদল-বদল করেছি। নিজেদের ভয়, শক্তির দেওয়া-নেওয়া হয়েছে আমাদের। আর এই চেকমেটের মধ্যে আমরা এমন এক সম্পর্ক খুঁজে পেয়েছি যার কোনও নামের দরকার পড়ে না।”

সুস্মিতা ও রোহমন প্রেমিক-প্রেমিকা নন। তা হলে তারা কী? রোহমন নিজেই লিখেছেন, “প্রেমিক-প্রেমিকা নই, আবার আগন্তুকও নই। এই সবের চেয়ে কোমল কিছু এবং বিরল। তুমি আমার নিরাপদ স্থল ছিলে, এখনও তেমনই আছ। আমাদের মধ্যে যে ভালবাসা ছিল এবং যা বন্ধুত্ব রয়েছে তার জন্য কৃতজ্ঞ আমি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement