Mona Singh

‘প্রথম ছ’মাস খুব কষ্টের,’ বিয়ের আগে কেন ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নেন মোনা সিংহ?

ডিম্বাণু সংরক্ষণের কারণ জানালেন অভিনেত্রী মোনা সিংহ। তার পরের তিন মাস কেমন কষ্ট সহ্য করতে হয়েছে, সে বিষয়েও খোলাখুলি কথা বললেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৯:০৮
Share:

মোনা সিংহ। ছবি: সংগৃহীত।

বলিপাড়ায় অবশ্য ডিম্বাণু সংরক্ষণের ‘ট্রেন্ড’ নতুন নয়। এর আগে বলিউডের অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াও ডিম্বাণু সংরক্ষণ করিয়েছিলেন মাত্র ৩০ বছর বয়সে। ২০২২ সালে মা-ও হয়েছেন তিনি। এ বার নিজের ডিম্বাণু সংরক্ষণের কারণ জানালেন অভিনেত্রী মোনা সিংহ। তার পরের তিন মাস কেমন কষ্ট সহ্য করতে হয়েছে, সে বিষয়েও খোলাখুলি কথা বললেন অভিনেত্রী।

Advertisement

অনেক মহিলাই আছেন, যাঁরা এখনই নয়— ভবিষ‍্যতে মা হতে চান, তাঁরা অল্প বয়সে নিজেদের ডিম্বাণু সংরক্ষণের ব্যবস্থা করেন। অনেকের মধ্যে এই আগ্রহ বাড়ছে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মহিলাদের শরীরে ডিম্বাণুর সংখ্যা ও মানও কমতে থাকে। বেশি বয়সে মা হওয়ার ক্ষেত্রে তাই জটিলতাও তৈরি হয় অনেক ক্ষেত্রে। তাই অল্প বয়সে ডিম্বাণু সংরক্ষণ করে রাখলে, বেশি বয়সেও সুস্থ সন্তানের মা হওয়া সহজ হয়। সেই কারণেই এখন জনপ্রিয় হয়ে উঠেছে ডিম্বাণু সংরক্ষণের বিষয়টি।

এই মুহূর্তে সিনেমার পর্দা থেকে ওটিটি— প্রায় সর্বত্রই দেখা যাচ্ছে মোনাকে। যদিও মাঝে কয়েকটা বছর একেবারেই নিজেকে সব কিছুর থেকে আড়ালে রেখেছিলেন। টেলিভিশনে অভিনয়ও ছেড়ে দেন। মোনা জানান, সেই সময় কাজে বিরতি নিয়ে ডিম্বাণু সংরক্ষণ করান তিনি। তাঁর বাড়িতে এক দিন এক স্ত্রীরোগ চিকিৎসক নৈশভোজে এসে তাঁকে এই উপদেশ দেন। তাঁর কথা মতো ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত। তবে প্রক্রিয়াটা যন্ত্রণাদায়ক বলেই জানান মোনা।

Advertisement

মোনার কথায়, ‘‘শুরুর দিকে তিন থেকে ছ’মাস খুব যন্ত্রণা হয়। মাঝেমধ্যে পেট ফেঁপে যেতে পারে। আসলে বাইরে থেকে বেশ কিছু হরমোন শরীরে ঢোকানো হয়। তবে কষ্টটা খুব বেশি হলে ছ’মাস থাকে। তবে মা হওয়ার সিদ্ধান্তটা নিজের হাতে থাকে। সন্তানের তাগিদে ভুল করে কোনও মানুষকে বিয়ে করতে হয় না অন্তত।’’ ২০১৯ সালে মোনা বিবাহবন্ধনে আবদ্ধ হন। যদিও তিনি ও তাঁর স্বামী এখনও পরিবার পরিকল্পনা করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement